গেল রোববারের ঘটনা এটি। ভারতের মুম্বাইয়ের পালঘর জেলার জওহর তালুকে অনুষ্ঠিত হয়ে গেল অভিনব এক ক্রিকেট প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টের বিজয়ী দল কোন ট্রফি বা নগদ অর্থ নিয়ে বাড়ি ফেরেনি। জয়ী দল হিসেবে তারা পেয়েছেন আস্ত একটি ছাগল। তবে আরো অবাক করা তথ্য হলো, রানার্স আপ দল পেয়েছে পাঁচ-পাঁচটি মোরগ।

champion get goat runners up hen

আরও মজার ব্যাপার হলো, খেলায় চার বা ছক্কা হাঁকানো খেলোয়াড়রা পেয়েছেন একটি করে আস্ত সিদ্ধ ডিম। মাঠের বাইরে ছক্কা হাঁকানো বল যদি কোন দর্শক তালুবন্দি করতে সক্ষম হয়ে থাকেন তবে তার কপালেও জুটেছে একটি করে সিদ্ধ ডিম। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অভিনব এই ক্রিকেট প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেলেছিল জওহর তালুকে। আয়োজকরা জানিয়েছেন তারা বিপুল দর্শক সমাগম করতে সক্ষম হয়েছিলেন তাদের টুর্নামেন্টে।

ক্রিকেট বিশ্বের অন্যতম মোড়ল হিসেবে পরিচিত ভারত। যেখানে টুর্নামেন্ট জিতে পুরস্কার হিসেবে দেয়া হয় লক্ষ লক্ষ টাকা। সেই ভারতে বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হল ছাগল। হঠাৎ এমন অভিনব পুরস্কারের চিন্তা মাথায় আসল কি করে? জানা গেছে, নগদ টাকা বা ট্রফির পরিবর্তে এই অভিনব পন্থায় টুর্নামেন্ট করার চিন্তা-ভাবনা মাথায় এসেছিল ভারতীয় কোচ উমেশ তামোরের।

কোচ উমেশ তামোরের বলেন, 'জওহরের রাজীব গাঁন্ধী স্টেডিয়ামে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হতো। পুরস্কার মূল্য ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা রাখা হত। আর প্রতি বছরেই পুরস্কারের টাকা নিয়ে দলগুলোর মধ্যে সমস্যা হত। প্রথমে তর্কাতর্কি পরে হাতাহাতির ঘটনাও ঘটতো। এসব দেখতেই আমরা অভ্যস্ত ছিলাম। অল্প খরচে হাতাহাতি এড়িয়ে সবাইকে বিনোদন দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা।'

জানা গেছে, ১৪টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। টুর্নামেন্টের প্রবেশ মূল্য ধরা হয়েছিল এক হাজার টাকা। জয়ী দলের ক্যাপ্টেন মনোজ প্রভু বললেন, 'কখন যে পিকনিকটা করব, সেটাই ভেবে পাচ্ছি না।’ অন্যদিকে রানার্সআপ দলও বেশ খুশি মোরগ জিতে। দর্শকরা জানিয়েছেন তারা খেলায় ব্যাপক আনন্দ পেয়েছেন।'

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.