গত কয়েক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে’ এক তরুণীর একাধিক ছবি ভাইরাল হয়েছে। মজার ব্যাপার হলো, শীর্ষস্থানীয় বেশ কয়েকটি বাংলা পোর্টালও ছবিগুলো ব্যবহার করে খবর প্রকাশ করে।

Photoshop

যার শিরোনাম ছিল এরকম- ‘অ্যাঞ্জেলিনা জোলির চেহারা পেতে তরুণীর কাণ্ড!’, ‘জোলি হতে ৫০ বার সার্জারি, অতঃপর…’, ‘অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে…’। আরও একটি শিরোনাম ছিল, ‘অ্যাঞ্জেলিনা জোলি হওয়ার চেষ্টায় চেহারা বিকৃত করলো মেয়েটি’।

শিরোনামগুলো থেকেই ঘটনা প্রায় সবাই ধারণা করে ফেলেছেন। ‘হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিশাল ভক্ত ইরানি তরুণী সাহার তাবার। নিজের চেহারাকে তিনি জোলির মতো বানাতে চেয়েছিলেন। এ কারণে তিনি অর্ধশতবার সার্জারি করিয়েছেন নিজের চেহারায়।

ডায়েট করে প্রায় ৪০ কেজি ওজনও কমিয়েছেন ১৯ বছর বয়সী এ তরুণী। কিন্তু এত কিছু করার পর যা হয়েছে তা রীতিমতো ভয়াবহ। জোলির মতো না হয়ে বাস্তবে তার চেহারা জোম্বিদের মতো হয়েছে! নিজের সেই বর্তমান অদ্ভুত চেহারার ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন সাহার। এ ছবি নিয়েই অনলাইনে শুরু হয় নানা হইচই। ভাইরাল হয়ে যায় এ ছবি।’

এ সংবাদ বেলজিয়ামভিত্তিক একটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে ব্রিটেনের প্রখ্যাত গণমাধ্যম দ্য সান। আর সানের বরাত দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয় এ সংবাদ।

কিন্তু ফক্সনিউজ, রাশিয়া টুডেসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম সাহারের কথিত ছবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে। টেকনিক্যাল বিষয় যাচাই করে রাশিয়া টুডে দাবি করে ভাইরাল হয়ে যাওয়া এ ছবিগুলোতে মূলত ফটোশপের মাধ্যমে কারসাজি করে সাজানো।

সাহারের চেহারাকে অতিরঞ্জিতভাবে বিকৃত করা হয়েছে এতে। তবে এটি কে করেছে, সাহার নাকি অন্য কেউ? –বিষয়টি নিশ্চিত হতে পারেনি এ গণমাধ্যমটি।

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে দ্য সান আরেকটি প্রতিবেদন ছাপিয়ে স্বীকার করে নেয় ছবিগুলোকে এডিট করে চেহারাকে অতিরঞ্জিতভাবে বিকৃত করা হয়েছে। ‘Zombie’ teen who ‘had 50 surgeries to look like Angelina Jolie’ is accused of photoshopping her pictures’ শিরোনামের নতুন প্রতিবেদনে দ্য সান সামাজিক মাধ্যম ‘রেডিট’ এর কয়েকজন ইউজার ছবিগুলো সংক্রান্ত মন্তব্য তুলে ধরেন।

ওই ইউজাররা বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে ছবিগুলোকে এডিট করা হয়েছে। বিশেষ করে তারা উল্লেখ করেছেন, ভাইরাল ছবিগুলো যে এডিটেড তার সবচেয়ে বড়ো প্রমাণ হলো-একেকটি ছবিতে চেহারা একেকভাবে এসেছে!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.