বহির্বিশ্বে তিনি পরিচিত ‘ব্রেথারিয়ান’ তথা কেবল বাতাস নিয়েই বেঁচে আছেন এমন ব্যক্তি হিসেবে। তিনি হলেন গুজরাটের মেহসানার চারদ গ্রামের যোগী প্রহ্লাদ জানি। ৮৮ বয়সী এই যোগীর দাবি, সাত দশক ধরে খাবার আর পানি ছাড়াই বেঁচে আছেন তিনি।

life without food water

অশীতিপর এই যোগী লাল পোশাক পরে থাকেন। ভক্তরা তাকে ডাাকেন ‘মিতাজি’ নামে। তিনি বিজ্ঞানীদের জন্য এক ব্যাপক কৌতুহলের বিষয়ে পরিণত হয়েছেন। তার জীবনধারা দেখে বিজ্ঞানীরা রীতিমতো অবাক। খবর: এনডিটিভি।

তার ওপর বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তার ওপর গবেষণা করেছেন এমন ব্যক্তিদের একজন হলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও দেশটির পরমাণু বোমার জনক ড. এপিজে আবদুল কালাম।

মিতাজির আশ্রমের গাছপালাও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। তবে বিজ্ঞানী এবং চিকিৎসকরা কোনো যোগসূত্র মিলাতে পারেননি এবং তারা এই ঘটনার কোনো ব্যাখ্যাও দাঁড় করাতে পারছেন না।

গত ২০১০ সালে ডিফেন্স ইনস্টিটিউট অব সাইকোলজি অ্যান্ড অ্যালাইড সাইন্সেস (ডিপাস) এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) একবার তার ওপর পর্যবেক্ষণ চালায়। তাকে আলাদাভাবে রেখে ১৫ দিন টানা ভিডিও পর্যবেক্ষণ চালানো হয়।

এছাড়া এমআরআই, আল্ট্রা-সাউন্ড, এক্স-রে এবং দীর্ঘসময় রোদের মধ্যে রেখে ভিডিও রেকর্ডিংসহ মিতাজির ওপর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত তারা এ সিদ্ধান্তে উপনীত হন যে, উপবাস থাকা এবং পানি পান না করার মতো মানিয়ে নেয়ার ব্যাপক সামর্থ্য তার শরীরে আছে।

মিতাজি দেবতা ‘আম্বা’র অনুসারী। তিনি ধ্যানমগ্ন থাকেন এবং এটাই তাকে এই শক্তি দিয়েছে বলে জানান। দেশ-বিদেশের দূর-দূরান্ত থেকে অনেকেই তার আম্বাজি আশ্রম পরিদর্শন করে থাকেন। নরেন্দ্র মোদিসহ ভারতের অনেক প্রভাবশালী রাজনীতিক আশির্বাদ নিতে তার কাছে ছুঁটে যান।

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.