প্রচুর টাকা থাকলে গাড়ি, বাড়ি বা জমিতো কিনতে পারবেনই। কিন্তু নতুন খবর হল টাকা থাকলে গ্রামও কিনতে পারবেন আপনি। এর জন্য আপনাকে খরচ করতে হবে এক কোটি মার্কিন ডলার। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যে এমন একটি গ্রাম রয়েছে যেখানে আছে মনের মতো বাড়ি, পুকুর, মাঠসহ সবকিছু। আর গ্রামটি বিক্রির অপেক্ষায় রয়েছে।

you can be owner of this village

জলবিদ্যুৎ উৎপাদনের জন্য দুই হাজার কর্মরত শ্রমিকদের জন্য তারালিয়েহ নামের এই গ্রামটি গড়ে তোলা হয় ১৯২০ থেকে ১৯৩০ সালে। পরবর্তীতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় শ্রমিকদের প্রয়োজন হয়নি। ফলে গ্রামটি লোকশূন্য হয়ে পড়ে।

পরবর্তীতে জুলিয়ান হোমার নামের একজন প্রোপার্টি ডেভেলপার গ্রামটি কিনে ১৩ বছর পর্যন্ত পুনসংষ্কার করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলেন। পর্যটনগ্রাম হিসেবে এই গ্রাম থেকে বেশ ভালো আয় হয় তাঁর। গ্রামটিতে কয়েকজন কর্মচারী ছাড়া আর কেউ নেই।

তারালিয়েহ গ্রামটির আয়তন ১৪৫ হেক্টর বা ৩৫৮.৩ একর। ৩৩টি বাড়ি, মাছভর্তি লেক ও ৩৫টি গবাদি পশু আছে এই গ্রামে। জন ব্ল্যাকলো নামের স্থানীয় একজন এজেন্ট ওই গ্রামটি বিক্রির ব্যাপারে মধ্যস্থতা করছেন। গ্রামটি বিক্রির খবর ছড়িয়ে পড়ার পর ইতোমধ্যে অস্ট্রেলিয়া, চীন, হংকং ও সিঙ্গাপুর থেকে ক্রেতারা ওই গ্রামটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন।

 

আপনি আরও পড়তে পারেন

মঙ্গল গ্রহে আলু চাষ!

এক বোঁটায় ৩১ লাউ!

পেট থেকে বের হলো ১৯টি টুথব্রাশ!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.