হারানো মানিব্যাগ উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের গভর্নর রবার্ট বেন্টলি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি হারানো মানিব্যাগ উদ্ধারে পুলিশের হেলিকপ্টার ব্যবহার করেছেন। যাতে ব্যয় হয়েছে প্রায় চার হাজার মার্কিন ডলার।

Alabama Governor

ঘটনাটি ঘটে ২০১৪ সালের শেষের দিকে। আলবামার টুসকালুসা শহরে গভর্নর রবার্ট বেন্টলি তার মানিব্যাগটি হারিয়ে ফেলেন। মানিব্যাগ উদ্ধারে পুলিশের হেলিকপ্টার ব্যবহারের বিষয়টি হেলিকপ্টারের ফ্লাইট তালিকা থেকে জানা যায়। তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমকে বেন্টলি জানান, হেলিকপ্টার পাঠানোর নির্দেশ নয় আমি নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেছিলাম মানিব্যাগটি উদ্ধার করতে। তারা উদ্ধার করে পাঠিয়েছে। তবে সেটা কীভাবে করা হয়েছে আমি তা জানতাম না।

অনলাইন ওই গণমাধ্যমে বলা হয়েছে, আলবামার করদাতাদের প্রায় চার হাজার মার্কিন ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে এই মানিব্যাগ উদ্ধারে। গভর্নর হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন কি না, তা নিয়ে অবশ্য দুই রকমের ভাষ্য রয়েছে।

একটি সূত্র বলছে, গভর্নর নয় তাঁর দেহরক্ষী এই নির্দেশ দিয়েছিলেন।

সম্প্রতি যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় গভর্নর বেন্টলির পদত্যাগের দাবি উঠেছে। এ ঘটনায় আইনপ্রণেতারা প্রাথমিক পদক্ষেপও নিয়েছেন।

 

আপনি আরও পড়তে পারেন

প্রেমে পড়া মাদক নেয়ার মতোই, প্রমাণ হলো গবেষণায়

আইনস্টাইনের চেয়েও বুদ্ধিমান কিশোর!

পঁচা টমেটো থেকে বিদ্যুৎ!

 

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.