একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবনও কখনো কখনো সহজ হয় না। জীবনযুদ্ধ সবাইকেই করতে হয়। তবে তার ধরণটা একেক জনের জন্য হয় একেক রকম। কিন্তু যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাদের ব্যাপারটা আরো কঠিনই বটে। দমে না গিয়ে নিজেই নিজের প্রেরণা হয়ে সফল হয়েছেন এমন অনেক উদাহরণ খুঁজলেই পাওয়া যাবে।

nick vujicic quotes

আজকে চলুন এমন কিছু অসাধারণ মানুষের সাথে পরিচিত হই। যারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিয়েছেন তাঁদের অনন্য কর্মের মধ্য দিয়ে।

স্টিফেন হকিং

stephen hawking pbs

সবচেয়ে প্রেরণাদায়ক হিসেবে স্টিফেন হকিংসের নামই প্রথমে আসে। অসাধারণ এই ব্যক্তি মটর নিউরন ডিজিজে আক্রান্ত। জগ্ববিখ্যাত এই কসমোলজিস্ট এবং রয়েল সোসাইটি অফ আর্টস এর সম্মাণিত সহকর্মী স্টিফেন হকিং এর পা, হাত, কন্ঠ সম্পূর্ণ প্যারালাইজড। তাঁর হুইল চেয়ারটি অপারেট করে একটি 'ব্লিঙ্ক সুইচ যা একটি কম্পিউটার সিস্টেমের সাথে যুক্ত। গ্রাভিটেশনাল সিঙ্গুলারিটি এবং ব্ল্যাক হোলের উপর কাজ করেছেন তিনি। 'A Brief History of Time' তাঁর সর্বোচ্চ বিক্রীত বই। তাঁর থিওরিগুলোর জন্যই তিনি বিশ্বসমাদৃত।

হেলেন কেলার

helen

প্রথম বধির এবং অন্ধ ব্যাক্তি হিসেবে ব্যাচেলর অফ আর্ট এ ডিগ্রী অর্জন করেছিলেন এ মানুষটি। এমন একজন মানুষ শুধু পরিবার নয়, সারা বিশ্বের সাথেই নিজেকে যুক্ত করেছেন। পরবর্তীতে তিনি রাজনীতিতেও যুক্ত হন। লেখক হিসেবেও সুপরিচিত হেলেন। তাঁর লিখিত বইয়ের সংখ্যা ১২ টি। American Foundation for Blind এর কর্মী হেলেন তাঁর শেষ সময় উৎসর্গ করেছিলেন অন্ধদের সেবায়। "দ্যা মিরাকল ওয়ার্কার" সিনেমাটি তাঁকে কেন্দ্র করে তৈরি।

নিক ভুজিসিক

nickvujicic

বিরল রোগ টেটরা এমেলিয়া সিনড্রোমে আক্রান্ত নিক চারটি অংগ-প্রত্যংগ ছাড়াই জন্ম গ্রহণ করেন। ছোটবেলা থেকেই সমাজের সাথে লড়তে হয় তাকে। হাল না ছেড়ে মাত্র ১৭ বছর বয়সেই Life Without Limbs নামে একটি এনজিও চালাতে শুরু করেন। একাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল প্লানিং-এ স্নাতক নিক প্রেরণাদায়ক বক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। বিষয় হিসেবে বেছে নিয়েছেন জীবনের মানে, আশা এবং শারীরিক অক্ষমতাকে। তিনি চান তাঁর মত বিশ্বের সব মানুষ প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে যাক আলোর দিকে, আশার দিকে।

হার না মানা এই ব্যক্তিত্বগুলো হতে পারে আমাদের প্রেরণা। তাঁদের জীবনের গল্পে অনুপ্রাণিত হয়ে আমরাও হতে পারি একজন সফল মানুষ।

আপনি আরও পড়তে পারেন

আইনস্টাইনের চেয়েও বুদ্ধিমান কিশোর!

পুরো গ্রামের জনসংখ্যা মাত্র একজন!

গ্রাম কিনবেন, গ্রাম?

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.