একটি-দুটি নয়, একে একে ৪০ টি ছুরি গিলে ফেলেছিলেন ভারতের অমৃতসরের এক পুলিশকর্মী। পাঁচজন সার্জনের একটি দল পাঁচ ঘণ্টা ধরে বিরল এক অপারেশনের মাধ্যমে ছুরিগুলো বের করেছেন।

remove knives from mans stomach

দুই সন্তানের জনক ওই ৪২ বছর বয়সী পুলিশ সদস্য গত গত জুন মাস থেকে ছুরি গিলতে শুরু করেন। দুই মাসে ৪০টি ছুরি গিলে ফেলেন তিনি। তিনি বিষয়টি উপভোগ করতেন যা একসময় অভ্যাসে পরিণত হয়। তবে তিনি এটা কেন করতেন, বুঝতেন না। কোনো অশরীরী শক্তি এর পেছনে থাকতে পারে বলে তিনি ধারণা করতেন।

পরে একদিন তলপেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে শুরুতে চিকিৎসকেরা পেটব্যথার কারণ হিসেবে টিউমারের কথা ভাবলেও পরে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করে পেটের ভেতরে শক্ত কিছু রয়েছে বলে রিপোর্টে জানান। তবে কী রয়েছে তা স্পষ্ট নয়। ফলে ডাক্তার আবার এন্ডোস্কোপি ও সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন। পরে রিপোর্ট দেখে চোখ কপালে উঠে ডাক্তারদের।

কারণ রোগীর পেটের ভেতরে রয়েছে বিভিন্ন আকৃতির বেশ অনেকগুলো ছুরি, যার একেকটি সাত ইঞ্চি পর্যন্ত লম্বা। দ্রুত অস্ত্রোপচার করে ছুরিগুলো অপসারণ করতে অমৃতসরের দ্য কর্পোরেট হাসপাতালে ডাক্তার মালহোত্র, ডাক্তার বি বি গোয়াল, রজিন্দর রাজন, আরতি মালহোত্র এবং অনিতাকে নিয়ে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করেন। চিকিৎসক মালহোত্র বলেন, ‘আমার ২০ বছরের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অপারেশন ছিল এটি।

কিন্তু এতগুলি ছুরি খেয়েও কীভাবে জীবিত ছিলেন ওই ব্যাক্তি। চিকিৎসকের মন্তব্য, আশ্চর্যজনকভাবে ছুরিগুলো শরীরের অভ্যন্তরে কোনো ক্ষতি করেনি। চিকিৎসক রাজন জানিয়েছেন, রোগীর কথাবার্তায় মনে হচ্ছে, তিনি বিষণ্নতায় ভুগছেন। তাঁকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়া হবে।

চিকিৎসকরা আশঙ্কা করছেন ওই পুলিশ সদস্য পিকা ডিজঅর্ডার নামের একধরনের রোগে ভুগছেন। এ ডিজঅর্ডারের লক্ষণ হল রোগী হজম হয় না এমন বস্তু খেতে শুরু করে। অপারেশনের পর ওই পুলিশ সদস্য বলেন, এ ধরনের কাজ তিনি আর করবেন না।

আপনি আরও পড়তে পারেন

মৃত্যুর ৫৫ দিন পর সন্তান প্রসব!

স্বামীর মৃত্যুতে স্ত্রীর আঙ্গুল কেটে দেয়া হয় যে দেশে!

পেট থেকে বের হলো ১৯টি টুথব্রাশ!

এক লাখ রুপিতে স্ত্রী বিক্রি

এক বোঁটায় ৩১ লাউ!

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.