একেক দেশে একেক রীতি হবে এটাই স্বাভাবিক। আবার ‘এক দেশের বুলি, আরেক দেশের গালি’। প্রবাদ আছে “When in Rome, do as the Romans do” এর মানে হল আপনি যখন যে দেশে অবস্থান করবেন সে দেশের রীতি মেনে চলতে হবে, সেখানকার রীতি মেনে চলাটাই সে দেশের প্রতি সম্মান প্রদর্শন করা। তাই কোথাও ঘুরতে গেলে স্থানীয় রীতিনীতি জানা থাকাটা জরুরি। তা না হলে মুখোমুখি হতে পারেন বিব্রতকর পরিস্থিতির।

travel

বিব্রতকর পরিস্থিতিতে যাতে পড়তে না হয় তাই আমাদের আজকের এই লেখাটি। আশা করছি আপনাদের সবার উপকারে আসবে।

ফ্রান্স: ফ্রান্সে টাকা চাওয়া এক ধরণের গর্হিত অপরাধ। তাই সেখানে গিয়ে নিজের পকেটের অবস্থা বুঝে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করুন।

ইউক্রেন: ইউক্রেনের কবরস্থানে জোড় সংখ্যার ফুল দেয়াকে অশুভ মনে করা হয়। ইউক্রেনের কোন কবরস্থানে যাওয়ার আগে তাই ফুল দোকানিকে জানিয়ে দিন আপনি কবরস্থানে যাচ্ছেন।

জাপান: জাপানি রেস্তোরাঁয় খেতে যাচ্ছেন? তবে খাওয়ার পর ভুলেও টিপস বা বকশিশ দেবেন না। কেননা সেখানে টিপস বা বকশিশ দেওয়াকে অশোভন আচরণ হিসেবে গণ্য করা হয়।

চায়না: চাইনিজ কোন বন্ধুর আমন্ত্রণে চীনে যাচ্ছেন? বন্ধুর জন্য হয়ত উপহার নিতে চাইছেন? তাহলে উপহার হিসেবে ছাতা এবং ঘড়ি দেয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

চীনের রেস্তোরাঁয় চপস্টিক দিয়ে খাওয়ার সময় দোলাবেন না। এতে ওখানে খেতে আসা সবার সামনে নীচে নেমে যাবেন আপনি। তাই এই কাজটি করা থেকে বিরত থাকুন।

জার্মান: জার্মানিতে দু’হাত পকেট পুরে রাখার অর্থ অন্যকে অসম্মান করা। এমনকি সেখানে খেতে বসে হাত টেবিলের উপর রেখে বসা একটি প্রথা।

সিঙ্গাপু: ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরে চিউয়িং গাম নিষিদ্ধ। চিউয়িং গামের আমদানিও নিষিদ্ধ করেছে সেদেশের সরকার। সুতরাং সেখানে চিউয়িং গাম খাওয়া থেকে বিরত থাকুন।

ভিয়েতনাম: ভিয়েতনামি কোন বন্ধুর কাছ থেকে উপহার গ্রহণের সময় দু’হাতই বাড়িয়ে দিন। কেননা ভিয়েতনামের রীতি অনুযায়ী এক হাতে উপহার নেওয়াকে অশোভন বলে মনে করা হয়।

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডে অত্যন্ত জরুরি কারণে গাড়ির হর্ন বাজানোর অনুমতি থাকলেও গাড়ির হর্ন বাজানো সেখানে অন্যকে অপমান করা হয় বলে মনে করা হয়।

রাশিয়া: রাশিয়ায় কাউকে দেখে হাসলে অন্তরঙ্গ আচরণ বলে মনে করা হয়। কপট আচরণ বলেও ধরে নেওয়া হয়। 

ব্রিটেন: ব্রিটিশরা খাওয়ার সময় ছুরি-চামচ না পেলে চাওয়ার নিয়ম নেই। এতে নাকি বাবুর্চির প্রতি অসম্মান দেখানো হয়।

অস্ট্রিয়া: অন্যের উপস্থিতিকে সম্মান জানাতে অস্ট্রিয়াতে অস্ট্রিয়ানরা ড্রিঙ্ক বা পান করার সময় একে অন্যের চোখে তাকিয়ে চিয়ার্স করে থাকে। অস্ট্রিয়াতে ভ্রমণের  সময় এ বিষয়টির দিকে আপনি খেয়াল রাখতে পারেন।

একটি দেশের সংস্কৃতি অন্য দেশের চেয়ে ভিন্ন। তাই কোন দেশে বেড়াতে যাওয়ার আগে সে দেশটির রীতিনীতি জানা থাকাটা জরুরি। যা আপনার ভ্রমণকে উপভোগ্য করে তুলতে সাহায্য করবে।

Get the latest news on lifestyle, health, food, and more from our team of expert writers. From fitness tips and nutrition advice to travel guides and entertainment news, we cover the topics that matter most to you. Whether you're looking to improve your health, broaden your horizons, or just stay up-to-date with the latest trends, you'll find everything you need here.