আপনি পড়ছেন

কোনো কারণ দর্শানো ছাড়াই আকস্মিকভাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সোমবার একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নিজেরাই এই খবর জানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

BTRC logo

একটি ই-মেইলের বরাত দিয়ে বিডিনিউজ জানায়, বিটিআরসি থেকে সোমবার বিকালে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে এই ওয়েবসাইট বন্ধের ‘নির্দেশ’ দেওয়া হয়েছে।

প্রকাশিত ই-মেইলে দেখা যায়, বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসিফ শাহরিয়ার কমিশনের সিদ্ধান্তে https://www.bdnews24.com/ এবং https://m.bdnews24.com/ লিংক দুটো এখনই ব্লক করার নির্দেশনা দেন। এতে কোনো কারণ বলা হয়নি।

এ প্রসঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানানো হয় ওই প্রতিবেদনে। টুয়েন্টিফোর লাইভ নিউজপেপার ডটকমের পক্ষ থেকে বিডিনিউজের কয়েকজন সহকারী সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তারা এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে অসম্মতি জানান।