প্রযুক্তি বিশ্বের অনেক গুঞ্জনই শেষমেষ গুঞ্জন ছাড়া আর কিছু থাকে না। কিন্তু এইচএমডি গ্লোবাল নকিয়ার বিখ্যাত আইকনিক মডেলের ফোন ৩৩১০ ফিরিয়ে আনছে বলে বলে যে গুঞ্জন শোনা গিয়েছিলো, তা সত্যই প্রমাণ হলো। বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে নকিয়া জানিয়েছে যে, সত্যিই তারা বাজারে আনছে ৩৩১০ মডেলের সেই ফোনটি। নকিয়া ৩৩১০ অনেককেই করে তুলছে নস্টালজিক।

nokia 3310 writes the history of coming back

প্রথমবার ২০০০ সালে বাজারে এসেছিলো নকিয়ার ৩৩১০। তখন আইফোন বা স্মার্টফোনের সঙ্গে মানুষের কোনো পরিচয় ছিলো না।

নকিয়া জানিয়েছে, পুরোনো ৩৩১০ মডেলের কিছু ব্যাপার ঠিক রেখে নতুন ফোনটি ঢেলে সাজানো হয়েছে। এতে যোগ হয়েছে ক্যামেরা, রঙিন ডিসপ্লে, মাইক্রো এসডি কার্ড এবং শক্তিশালী ব্যাটারি। নকিয়ার বিখ্যাত ‘স্ন্যাকস’ গেমসটিও রাখা হয়েছে। তবে বদলে ফেলা হয়েছে এর ডিজাইন।

নকিয়া জানিয়েছে, নতুন ৩৩১০ দিয়ে টানা ২২ ঘণ্টা কথা বলা যাবে। এর স্ট্যান্ডবাই টাইম পুরো এক মাস। অর্থাৎ একবার চার্জ করে নিলে ফোন দিয়ে দুই তিন সপ্তাহ অনায়াসে কাটিয়ে দেয়া যাবে। এ ছাড়া অন্য মোবাইল থেকে তথ্য শেয়ারের জন্য এতে ব্লুটুথ ব্যবস্থাও আছে।

old nokia 3310

মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে নকিয়া জানিয়েছে, নতুন ফোনটি এক সিম ও দুই সিমের আলাদা সংস্করণে বাজারে পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ৫০ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় চার হাজার টাকা।

নতুন ৩৩১০ পাওয়া যাবে চারটি ভিন্ন রঙে। রঙগুলো হলো— কালো, লাল, ধূসর ও হলুদ। নকিয়া ধারণা করছে, আইকনিক হওয়ার কারণে এই ফোনটি ভোক্তা পর্যায়ে দারুণ জনপ্রিয়তা পাবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.