পাঁচ হাজার মিলিঅ্যাম্পায়ারের জেনফোন সিরিজের নতুন হ্যান্ডসেট নিয়ে এলো আসুস। জেনুফোন মাক্স মডেলের এই ফোন দিয়ে দীর্ঘ সময় চার্জ থাকার পাশাপাশি অন্য ফোনও চার্জ করে নেয়া যাবে। যাকে এক কথায় পাওয়ার ব্যাংক ফোনও বলছে অনেকে।
সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লের আসুসের এই জেনুফোন ম্যাক্সে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ফোর। যা ফোনর ডিসপ্লেকে বাড়তি নিরাপত্বার চাদরে ঢেকে রাখবে। ফলে ডিসপ্লেতে সহজে কোন আচড় পড়বে না না।
২জিবি র্যামের পাশাপাশি ফোনটিতে আছে ৪১০ চিপসেট ১.২ গিগাহার্টজের কোয়ার কোর সিপিইউ এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। এই স্টোরজ আবার আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে। জেনুফোন সিরিজের নতুন এ সদস্যে সামনের ক্যামেরাতে রাখা হয়েছে পাঁচ মেগাপিক্সেল আর পিছনের ক্যামেরাতে রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেল। যার মধ্যে রাখা হয়েছে ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার ক্ষমতা।
অপারেটিং পদ্ধতি অ্যান্ড্রয়েডের ললিপপ ৫.০ সংস্করণে চলবে এটি। আগামী অক্টোবর মাসে আসুস পরিবারের নতুন এ স্মার্টফোনটি বাজারে আসবে বলে নিশ্চিত করেছে আসুস।