তথ্য সুরক্ষিত রাখতে ফোনে গোপন পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে পড়তে হয় জটিলতায়। এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিন এখানেই। 

lockedphone

Android Device Manager ব্যবহার করে ফোনকে আনলক করবেন যেভাবে: নিজের ফোন বা কম্পিউটার থেকে ওপেন করুন https://myaccount.google.com/find-your-phone-guide৷, এরপর ফোনের সঙ্গে লিঙ্ক থাকা গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন৷ লগ-ইনের পর তালিকাতে থাকা ডিভাইসটিকে আনলক করার জন্য বেছে নিন৷

‘Lock your phone’ অপশনটিকে সিলেক্ট করে নতুন একটি পাসওয়ার্ড দিন৷ যেটি রিপ্লেস করবে আপনার ফোনের পুরনো পিন, প্যার্টান অথবা পাসওয়ার্ডটিকে৷ এবার ক্লিক করুন ‘Lock’ অপশনে৷ তারপর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সেট করুন নতুন পিন অথবা প্যার্টানকে৷

Google Assistant দিয়ে ফোনকে আনলক করবেন যেভাবে: Android Device Manager ছাড়াও রইল ফোন আনলকের আরও একটি উপায়৷ Google Assistant সঠিকভাবে সেট করার পর একটি অপশন আসবে ‘Unlock with voice’৷ ফিচারটি কাজ করবে আগে থেকে রেকর্ড থাকা ভয়েসের উপর৷ স্মার্টফোন আনলক করতে ফিচারটি অন থাকাকালীন বলুন ‘Ok Google’৷ ব্যাস তাহলেই আপনার ফোন হয়ে যাবে আনলক৷

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.