জে সিরিজের নতুন ও সাশ্রয়ী মডেল জেফোর-প্লাস এবং জে-সিক্স-প্লাস উন্মোচন করেছে প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তরুণদের জন্য আধুনিক ফিচারযুক্ত সম্পূর্ণ নতুন ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে জে সিরিজের এ ডিভাইস দুটিতে। দেশে অনুমোদিত স্যামসাং স্টোরসহ মোবাইল আউটলেটগুলোতে নতুন স্যামসাং গ্যালাক্সি জে-ফোর-প্লাস এবং জে-সিক্স-প্লাস যথাক্রমে ১৫ হাজার ৯৯০ টাকা এবং ১৮ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।

samsung brought

সাশ্রয়ী দামের নতুন ডিভাইস দুটিতে মনকাড়া রং, ইনফিনিটি ডিসপ্লে ও গ্লাস বডির চমৎকার মিশেল ঘটানো হয়েছে। প্রিমিয়াম গ্লাস ব্যাক ফিনিশ প্রথমবারের মতো জে সিরিজের ডিভাইস দুটিতে ব্যবহার করা হয়েছে। তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা সোনালী, কালো ও নীল রঙের জে-ফোর-প্লাস পছন্দ করে কিনতে পারবেন। এছাড়াও প্রথমবারের মতো স্যামসাং স্মার্টফোন লাইন-আপের গ্যালাক্সি জে-সিক্স-প্লাস লাল কালারে পাওয়া যাবে। 

৬ ইঞ্চির ট্রু এইচডি-প্লাস ইনফিনিটি ডিসপ্লে এবং বিল্ট-ইন ডলবি অ্যাটমস অডিও ইঞ্জিনের মাধ্যমে গ্যালাক্সি জে-ফোর-প্লাস ও গ্যালাক্সি জে-সিক্স-প্লাসের অডিও-ভিজ্যুয়ালের অভিজ্ঞতা অনন্য হবে বলে জানিয়েছেন স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান।

তিনি বলেন, দেশের বাজারে গ্যালাক্সি জে সিরিজ সর্বাধিক বিক্রিত সিরিজ। যা তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। তাদের জন্য নতুন এই দুটি ডিভাইস আনা হয়েছে পুরোপুরি নতুন ডিজাইন ও মনকাড়া সব রঙের মিশ্রন ঘটিয়ে। গ্যালাক্সি জে-ফোর-প্লাস ফোনে পেছনে ১৩ এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে। অন্যদিকে আনন্দঘন মূহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে গ্যালাক্সি জে-সিক্স-প্লাসে দেয়া হয়েছে ১৩+৫ মেগাপিক্সেলের ডুয়েল লেন্সসমৃদ্ধ রিয়ার ক্যামেরা, যা দিয়ে যেকোনো আলোতে দুর্দান্ত ছবি তোলা সম্ভব। এছাড়া সেলফির জন্য ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।

গ্যালাক্সি জে-সিক্স-প্লাসে ব্যবহার করা হয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এই ফিচারটিও যেকোনো গ্যালাক্সি ডিভাইসে প্রথম। ফোনের এ ফিচারটি নিশ্চিত করে দ্রুত, সহজ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.