গত বছরের মাঝামাঝি সময়ে দেশের সব মানুষের হাতে স্মার্টফোন তুলে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীনফোন। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরপর থেকেই কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তার ধারাবাহিকতায় এবার গ্রাহকদের হাতে স্বল্প মূল্যে স্মার্টফোন পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

grameenphon smartphone

আজ রাজধানীর লেইক শোর হোটেলে এক অনুষ্ঠানে স্বল্পমূল্যে স্মার্টফোনের বাজারজাতের ঘোষণা দিয়েছে গ্রামীনফোন। পাশাপাশি এ প্রক্রিয়া দেশের সব মানুষের হাতে মোবাইল পৌঁছে না যাওয়া পর্যন্ত অব্যাহত রাখবে বলেও জানায় তারা।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান বলেন, 'দেশের অনেক মানুষই ইন্টারনেট ব্যবহারে আগ্রহী। দাম বাজেটের মধ্যে না হওয়ায় তারা স্মার্টফোন ক্রয় করে ইন্টারনেটের আওতায় আসতে পারছেন না। বিষয়টি মাথায় রেখেই আমরা কমদামে বাজারে স্মার্টফোন নিয়ে আসার পদক্ষেপ নিয়েছি। ফলে তারা স্বল্পমূল্যে স্মার্টফোন ক্রয় করে ইন্টারনেটের দুনিয়ায় অবারিত তথ্য আদান প্রদানের সুযোগ পাবেন।

প্রাথমিকভাবে থ্রিজি, ইডিইজি ও ওয়াইফাই ফিচার সমৃদ্ধ লাভা আইরিস ৫০৫ মডেলের ফোন মাত্র ২ হাজার ৯৪৫ টাকায় এবং 'ওকাপিয়া আলো' মডেলের স্মার্টফোন ২ হাজার ৫৯৫ টাকায় ক্রয় করতে পারেবন গ্রাহকরা।

এর মধ্যে ওকাপিয়া আলোতে গ্রাহকরা পাবেন ৩ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ১.০ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর। র‌্যাম ৫১২ মেগাবাইট। বিল্টইন মেমোরি আছে ৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে এবং ফোনটির ব্যাটারি রয়েছে ১৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার। ভিডিও কল,ওয়াইফাই, থ্রিজি নেটওয়ার্ক সহ স্মার্টফোনের সব কাজ করা যাবে এই ফোনটিতে। ফোনটি চলবে অ্যানড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সনে।

অপরদিকে লাভা আইরিসে৫০৫ এ পাওয়া যাবে ৪ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে ৫১২ মেগাবাইট র‌্যাম। ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর ও ৪ জিবি বিল্ট ইন মেমোরি। মাইক্রো ওএসডি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর র‌্যাম রয়েছে ৫২১ মেগাবাইট। ফোনটিতে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এটিও অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে।

লাভা আইরিস ও ওকাপিয় আলো উভয় ফোনেই রয়েছে দুই মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি নতুন ফোন দুইটি ক্রয়ে গ্রামীণফোনের গ্রাহকরা মাত্র ২৫ টাকায় ১০০ জিপি-জিপি মিনিট, বিনামূল্যে ১০০ এসএমএস ও ৫০০ মেগাবাইট ইন্টারনেট ডাটা পাবেন বলে জানিয়েছে গ্রামীনফোন কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রামীনফোন গ্রাহকদের ক্ষেত্রে দুটি ফোন ক্রয়েই বিশেষ সুবিধা রাখা হয়েছে।

ক্রয়ের পর সাত দিনের আর্লি লাইফ ফেইলর (ইএলএফ) সুবিধা দেয়া হবে। অর্থাৎ স্মার্টফোনটি কেনার সাতদিনের মধ্যে ডিভাইসে কোন ধরনের সমস্যা দেখা দিলে তা রিপ্লেস বা পরিবর্তন করে দেয়া হবে। এছাড়া উভয় হ্যান্ডসেটেই ১ বছরের ওয়ারেন্টি সেবা পাওয়া যাবে।

আপনি আরো পড়তে পারেন 

এক টাকায় স্যামসাং এর স্মার্টফোন!

আইফোনের জন্য মাইক্রোসফটের এক হাতের কিবোর্ড

কমছে আইফোন বিক্রির পরিমাণ

বাজারে এলো বিশ্বের সবচেয়ে ছোট অ্যান্ড্রয়েড ফোন

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.