রহস্যে আবৃত গ্রহ মঙ্গল নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের কৌতুহল ছিল অনেক আগে থেকেই। সেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে মঙ্গলপৃষ্ঠে পাঠানো নাসার মহাকাশযান কিউরিওসিটির পাঠানো নানা ছবি দেখে। সম্প্রতি মহাকাশযান থেকে পাঠানো একটি ছবিতে মঙ্গলের লালমাটির বুকে প্রায় তিন ফিট উচ্চতার একটি উদ্ভিদের গুড়ির ন্যায় বস্তু দেখা যায়।

fossilized tree picture found in mars

এবছর মার্চ মাসে পাঠানো এই ছবিটিতে রহস্যজনক একটি বস্তুকে দাড়িয়ে থাকতে দেখা যায়। উক্ত বস্তুটিকে প্রস্তরীভূত মঙ্গোলীয় গাছের অংশ বলে ধারণা করছে মহাকাশ বিজ্ঞানীদের একাংশ। প্যারানরমাল ক্রিউকিবলে বিষয়টি প্রকাশিত হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনার সুত্রপাত হয়।

এর আগে মঙ্গলের সুমেরু অঞ্চলে বিচ্ছিন্নভাবে লম্বা গাছের মতো অনেক রেখা দেখা যায়। কোথাও কোথাও তা লতা-গুল্মের ঝোপের মত মনে হয়।

এ বিষয়ে মঙ্গল গ্রহ বিষয়ক বিশেষজ্ঞ স্কট সি ওয়ার্নিং বলেছেন, ‘এটা একটা দারুণ অনুমান। এর আগেও যখন সৌর বিস্ফোরণ ঘটেছিল তখন নাসা বলেছিল, 'একটা সময়ে পৃথিবীর মতোই ছিল মঙ্গল গ্রহ।'

ছবিটি দেখে সৌরজগতের লাল গ্রহ মঙ্গলকে নিয়ে অনেকে কল্পনার ঘোড়া ছোটালেও নাসার মহাকাশ বিজ্ঞানীদের একাংশ ছবির এই বস্তুটিকে ক্ষয়প্রাপ্ত পাথর টুকরো বলছেন। তাদের মতে মঙ্গলে শীতের সময় বালিয়ারি আর প্রস্তরের উপরে কার্বন ডাই অক্সাইডের বরফের আস্তরণ পড়ে। বসন্তে সূর্যের আলোর তীব্রতায় সেসব বরফ সরে যায়। মঙ্গল গ্রহের আবহাওয়ার এটি একটি নিয়মিত প্রক্রিয়া। এর ফলেই বালিয়ারির উপরে আকাবাকা অংশকে অনেকে গাছ বা পাথরকে প্রস্তরীভূত উদ্ভিদ ভাবছেন।

তবে এলিয়েনে বিশ্বাসীরা দাবি করেছে, নাসা অনেক আগেই মঙ্গলে গাছের অস্তিত্ব পেয়েছে। কিন্তু কোনো উদ্দেশ্যের কারণে তারা তা চেপে গেছেন। এবং এখনও অস্বীকার করে যাচ্ছেন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.