চালকহীন মহাকাশ বিমান এক্স-৩৭বি অরবিটাল টেস্ট ভেহিক্যাল বা ওটিভি উৎক্ষেপণ করবে মার্কিন বিমান বাহিনী। চলতি মাসের ৭ তারিখে এটি উৎক্ষেপণ করার ঘোষণা দেয়া হয়েছে।

X 37b space

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, ইলন মাস্কের স্পেস এক্স ফ্যালকন ৯ রকেট থেকে এই প্রথম বারের মতো এটি মহাকাশে ছোঁড়া হবে। এ নিয়ে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রা করবে এক্স-৩৭বি।

জানা গেছে, চালকহীন বিমানটি ২৯ ফুট লম্বা আর উচ্চতায় ৯.৫ ফুট। ওজন ৪ হাজার ৯শ' ৮৯ কেজি।

মহাকাশ যাত্রায় পৃথিবীর কক্ষে দীর্ঘ অবস্থানকালে এটি কি ধরণের পরীক্ষা-নিরীক্ষা চালায় তা বরাবরই গোপন রাখে আমেরিকা। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র বা নাসা ১৯৯৯ সালে মহাকাশ খেয়া হিসেবে প্রথম এক্স-৩৭ তৈরি করে। এই মহাকাশ খেয়াটিকে বারবার ব্যবহারের উপযোগী করে বানানো হয়েছিল। এরপর মার্কিন বিমান বাহিনী ২০০৬ সালে এক্স-৩৭বি তৈরির ঘোষণা দেয়।

এক্স-৩৭বি প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল ২০১০ সালে। এটি ২২৪ দিন কক্ষপথে অবস্থান করে আবার পৃথিবীতে ফিরে আসে। এরপর আরও তিন দফা এক্স-৩৭বিকে মহাকাশে পাঠানো হয়েছে এবং কাজ শেষে তা ফিরে এসেছে। শেষবার যখন এক্স-৩৭বি মহাকাশে পাঠানো হয়েছিল তথন এটি টানা ৭১৮ দিন মহাকাশে অবস্থানের রেকর্ড সৃষ্টি করে গত মে মাসে আমেরিকায় ফিরে আসে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.