ভারত এবং এর পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপরিস্থ বাতাসের চিত্র একেবারেই ভিন্ন রকম। ইউরোপের সেন্টিনেল-৫পি স্যাটেলাইটের ধারণ করা চিত্রে এমনটা দেখা গেছে। বিশ্বব্যাপী বাতাসের গতিবিধি লক্ষ্য রাখতে গত অক্টোবরে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

air over India

বাতাসের এমন বিশেষ চিত্র বর্ণহীন গ্যাস ফরমালডিহাইডের উপস্থিতির কারণে হতে পারে যেটা স্বভাবত গাছপালা থেকে নির্গত হয়। এছাড়া বিভিন্ন ধরনের দূষণের কারণেও এমনটা হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। খবর: বিবিসি।

বাতাসের অন্যান্য প্রধান উপাদান নাইট্রোজন এবং অক্সিজেনের তুলনায় ফরমালডিহাইড সিগনাল মূলত খুবই ছোট। প্রত্যেক একশ কোটি বায়ু অণুর (এয়ার মলিকিউলেস) মধ্যে অল্প কয়েকটি এইচসিএইচও থাকতে পারে। তবে এটি অনেক দূষণজনিত সমস্যার ইঙ্গিত বহনকারী বলে মনে করেন রয়্যাল বেলজিয়ান ইনস্টিটিউট ফর স্পেস এয়ারোনোমি’র ইসাবেলা দে স্মেৎ।

তিনি বলেন, ফরমালডিহাইড বিভিন্ন ভঙ্গুর জৈব যোগের (অর্গানিক কম্পাউন্ড) সমন্বয়ে গঠিত। সে হিসেবে গাছপালা থেকেও এর উৎস মিলতে পারে, বলতে গেলে প্রাকৃতিক উৎস হিসেবে। কিন্তু এটা আগুন এবং অন্যান্য দূষণের কারণেও হতে পারে।

ইসাবেলা বলেন, ‘এটা জন্মগত উৎসের উপর নির্ভর করে, কিন্তু ৫০-৮০ শতাংশ উৎস হতে পারে জীবজগত। সর্বোপরি আগুন এবং দূষণের বিষয়টিও আপনার আছে। কয়লা এবং দাবানাল এই আগুনের উৎস হতে পারে। আর ভারত, হ্যাঁ, সেখানে অনেক এগ্রিকালচারাল ফায়ার আপনি দেখতে পাবেন।‘ প্রসঙ্গত, রান্নাবান্না এবং উষ্ণতার জন্য ভারতে উল্লেখযোগ্য পরিমাণ কাঠ এবং কৃষিজ উপাদান পোড়ানো হয়।

যখন এই ভঙ্গুর জৈব যোগ নাইট্রোজেন ডি-অক্সাইড (জীবাশ্ম জ্বালানির ফলে নির্গত) এবং সূর্যের আলোর সংমিশ্রনে আসে, এর প্রতিক্রিয়ায় গ্রাউন্ড-লেভেল ওজন (ওজন স্থর) উৎপাদন করবে। এটা মারাত্মক শ্বাসতন্ত্র যন্ত্রণার কারণ হতে পারে যা বড় ধরনের স্বাস্থ্যজটিলতার দিকে নিয়ে যেতে পারে।

স্যাটেলাইট চিত্রে দেখা যায়, উত্তর-পশ্চিম ভারতের রাজস্থানের উপরিস্থ বাতাসে ফরমালডিহাইডের পরিমাণ তুলনামূলক কম। সেখানে গাছপালার পরিমাণ এবং জনবসিতও তুলনামূলক কম।

ইসাবেলা বলেন, আমাদের কাছে প্রকৃত অর্থে ভালো পরিমাণের তথ্য-উপাত্ত আছে। কিন্তু আমাদের আরও অনেক দিনের পর্যবেক্ষণ দরকার। এধরনের গুণগত মানের গবেষণার জন্য অনেকসময় কয়েক বছরের পর্যবেক্ষণ প্রয়োজন। ভারতের এই নতুন মানচিত্রে মাত্র চার মাসের তথ্য-উপাত্ত রয়েছে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.