বলুন তো, সবচেয়ে বিখ্যাত জাহাজ কোনটি? অনেকেই ঝটপট এর উত্তর দিতে পারবেন, টাইটানিক। বেলফাস্টের হারল্যান্ড এন্ড উল্ফ নামের একটি কোম্পানি জাহাজটি তৈরি করেছিলো। গ্রিক পুরানের সৃষ্টির শক্তিশালী দেবতা ‘টাইটান’। যার কাজই ছিল সৃষ্টি করা, তার নামানুসারেই জাহাজটির নাম রাখা হয়েছিল ‘টাইটানিক’। বলা হয়েছিলো, এটি কখনোই ডুববে না, অথচ সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা করেই আইসবার্গের সাথে সংঘর্ষের পর অধিকাংশ যাত্রীসহ উত্তর আটলান্টিকে ডুবে গিয়েছিলো ‘টাইটানিক’। জাহাজটির সংক্ষিপ্ত নাম ‘টাইটানিক’ হলেও, পুরো নাম ছিল ‘আর এম এস টাইটানিক’।

titanic replica in china

লেখাটির উদ্দেশ্য টাইটানিক বৃত্তান্ত নয়। খবর হল, এবার বিখ্যাত টাইটানিকের মতো হুবহু একই রকমের আরেকটি জাহাজ তৈরি করতে যাচ্ছে চীন। সেদেশের আভ্যন্তরীণ পর্যটন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সংবাদদাতাদের ভাষ্য, ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা পর্যটন শিল্পের কারণেই টাইটানিকের মতো চমকপ্রদ বিষয় নিয়ে কাজ কাজ করতে আগ্রহী হয়ে উঠছে বেসরকারি কোম্পানিগুলো। টাইটানিকের মতো জাহাজটি সেদেশের একটি থিম পার্কে রাখা হবে। এটি দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে নির্মাতারা ধারণা করছেন। সিচুয়ান প্রদেশের একটি জলাশয়ে স্থায়ীভাবে এটি নোঙর করে রাখা হবে।

১৯৯৭ সালে হলিউডে চিত্র পরিচালক জেমস ক্যামেরন নির্মিত এবং কেট উইন্সলেট-লিওনার্ডো ডি ক্যাপ্রিও অভিনীত ‘টাইটানিক’ চলচ্চিত্রটি চীনে জাহাজটি নির্মাণের ব্যাপারে তীব্র আগ্রহের জন্ম দেয়। চিত্রায়নের জন্যে নির্মাতা আসল জাহাজটির ৯০% কাছাকাছির একটি জাহাজ তৈরি করলেও একই আকারের জাহাজ কখনো তৈরি হয়নি।

গত ১ ডিসেম্বর জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আসল টাইটানিকের দৈর্ঘ্য ২৭৫ মিটার হলেও নতুন জাহাজটির দৈর্ঘ্য ২৬৯ মিটার। চীনে নির্মানাধীন জাহাজটির ভেতরের নকশাও প্রায় আসল টাইটানিকের মতই রাখা হচ্ছে বলে জানা গেছে। এতে থাকছে বলরুম, প্রথম শ্রেণীর কেবিন, থিয়েটার, সুইমিং পুল এবং ওয়াই ফাই সুবিধা। শোনা যাচ্ছে, পুরো জাহাজটি তৈরিতে প্রায় ১১৫ মিলিয়ন পাউন্ড খরচ পড়বে। আর আসল ‘টাইটানিক’ নির্মাণ করতে খরচ হয়েছিল ৭৫ লাখ ডলার।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ান ধনকুবের ক্লিভ পালমার ও তাঁর প্রতিষ্ঠান ব্লু স্টার লাইন টাইটানিকের অনুকরণে হুবহু একটি জাহাজ 'টাইটানিক-২' তৈরির ঘোষণা দিলেও সেকাজ আজ অব্দি শেষ হয়নি।

আপনি আরও পড়তে পারেন

আপনার ব্যবহৃত গুগল নকল নয় তো!

বিশ্বের প্রথম দূষণমুক্ত ট্রেন

মানুষের মল থেকে তৈরি হবে জ্বালানি!

দৃষ্টিহীনদের জন্য থ্রিডি আর্ট গ্যালারী!

এমনই হবে আগামীর মোটরসাইকেল, জানাচ্ছে বিএমডব্লিউ

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.