সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে ‘মরণঘাতী’ ব্লু হোয়েল আতঙ্ক। তবে সরকারের আন্তরিক প্রচেষ্টায় ব্লু হোয়েল নামের আত্মঘাতী গেমটি এখন আর সহজেই পাওয়া যাচ্ছে না। ব্লু হোয়েলের রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে নতুন ভয়ঙ্কর এক গেম। নতুন এই গেমটির নাম 'গেম অফ ৭২'।

game of 72

ব্লু হোয়েল যেমন আত্মহত্যায় প্ররোচিত করে তেমনি 'গেম অফ ৭২' কিশোর-কিশোরীদের দু'দিনের জন্য বাড়ির সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে। উঠতি বয়সের সন্তানদের হঠাৎ করে এই নিখোঁজ থাকার বিষয়টি চিন্তায় ফেলেছে অভিভাবকদের। ১৪/১৫ বছর বয়সি অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জের গেমটি খেলছে বলে মনে করা হচ্ছে। সাধারণত অল্পবয়সীরা কয়েকজনের গ্রুপ কৈরি করে 'গেম অফ ৭২' খেলার সাহস করে।

জানা গেছে, গেমটির অ্যাডমিন কিশোর-কিশোরীদের বাড়ি থেকে ২/৩ দিনের জন্য হঠাৎ নিখোঁজ হওয়ার টাস্ক দেয়। পাশাপাশি বাড়ির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে নির্দেশনা দেয়া হয়। গেমটিতে অংশগ্রহণকারীরা এভাবে যতদিন যোগাযোগ বিচ্ছিন্ন রেখে বাইরে থাকবে ততোই বেশি নম্বর অর্জন করে। পরিবারের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যতো বেশি খোঁজ করবে তাতেও বাড়বে গেম পয়েন্ট। অর্থাৎ নিখোঁজ কিশোররা জিতবেন যদি তাদের চিন্তিত অভিভাবকরা ফেসবুকে সাহায্যের জন্য অন্যদের জিজ্ঞাসা করেন।

নিখোঁজ হতে উৎসাহিত করা গেম 'গেম অফ ৭২' গত বছরে উত্তর ইউরোপে ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। তবে ২০১৭ সালে ব্রিটেনের অনেক অভিভাবকের উদ্বিগ্নতার কারণ হয়ে ওঠে এই গেমটি।

জানা গেছে, ভয়ঙ্কর এই গেমটিতে অংশগ্রহণকারী সাহসী কিশোররা একে অপরকে ১২, ২৪ অথবা ৭২ ঘণ্টার জন্য পরিবার থেকে নিখোঁজ হওয়ার জন্য চ্যালেঞ্জ দিতে পারে। ২০১৫ সালে ১৩ বছর বয়সী এক কিশোরী ৩ দিন এই গেমের খপ্পরে পরে নিখোঁজ হয়েছিল।

এভাবে ৪৮ ঘণ্টা নিখোঁজ থাকা এক কিশোরীর মা গণমাধ্যমকে বলেন, 'প্রতিযোগিতাটি অসুস্থ মানসিকতার। এভাবে অযৌক্তিকভাবে নিখোঁজ হওয়াটা অভিভাবকদের জন্য বেশ উদ্বিগ্নের। আমরা আতঙ্কে থাকি সন্তান কি মারা গেল, ধর্ষণের শিকার হলো নাকি পাচার হলো। বাচ্চাদের কাছে মজার মনে হলেও এটার প্রভাব ভালো নয়।’

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অনেক সময় কিশোর-কিশোরীরা খেলায় ৪৮ ঘণ্টার বেশি সময় নিখোঁজ থাকতে আগ্রহী হয়। পাশাপাশি বাচ্চাদের নিখোঁজ থাকা নিয়ে নানা দুর্ঘটনা ঘটতে পারে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.