দক্ষিণ আফ্রিকার প্রকৌশলী ইলন মাস্ক যেন নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে বিশ্বকে অবাক করেই আনন্দ পান। কিন্তু তার কোন আবিষ্কারই শেষ পর্যন্ত টিকতে পারেনি। তারপরও তিনি একের পর এক অদ্ভুত কিছু আবিষ্কার চালিয়েই গেছেন। প্রযুক্তি বিশ্বের অনেকেই এজন্য তাকে ‘পাগলাট’ বলে অভিহিত করেন।

solar roof telsa

বিস্ময়কর সব আবিষ্কারের ধারাবাহিকতায় এবার মাস্ক দাবি করলেন, কেবলমাত্র সৌরশক্তি দিয়েই সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রকে চালানো সম্ভব হবে। আর এর জন্য দরকার হবে ১০০ বর্গমাইল জায়গায় বসানো সোলার প্যানেল। আর তাতেই পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যুতের চাহিদা পূরণ হবে!

বর্তমানে ১০০ বর্গমাইল এলাকায় সোলার প্যানেল বসাতে না পারলেও মাস্ক প্রতিটি বাড়িতে সোলার রুফ তৈরির কাজ শুরু করেছেন। গত বছরের শেষের দিকে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ছাদে ব্যবহারের জন্য সোলার টাইলস, পাওয়ার ওয়াল টু এবং পাওয়ার প্যাক টু ব্যাটারি বাজারে এনেছিল। এছাড়া সোলারসিটি নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছিল টেসলা। আর এরপর থেকেই সোলার টাইলস ব্যবহার করে সোলার রুফ নির্মাণে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

Elon Musk telsa

প্রযুক্তিভিত্তিক একাধিক ওয়েবসাইট সোলার টাইলস সম্পর্কে ধারণা দিয়ে জানিয়েছে, সোলার টাইলস মূলত এক ধরনের সোলার প্যানেল যা পুরো ছাদজুড়ে বসিয়ে ছাদটিকে পরিণত করবে সোলার রুফে। তবে সাধারণ প্যানেলের থেকে এর গঠনে রয়েছে পার্থক্য। এই সোলার রুফ সিস্টেমে থাকা ফটোভোল্টেক সেলটি রঙ্গিন ল্যুভর ফিল্ম ও গ্লাস টাইলস দিয়ে আবৃত। সোলার রুফটি দিনের বেলায় বিদ্যুৎ উৎপন্ন করবে এবং তা জমা করবে টেসলা পাওয়ারওয়াল ব্যাটারিতে।

বাসাবাড়ির জন্য ব্যবহার করা হচ্ছে ১৪ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার একটি ব্যাটারি। তবে প্রয়োজন হলে আরও বাড়তি ক্ষমতার ব্যাটারিও ব্যবহার করা যাবে। দিনে সঞ্চিত এই বিদ্যুৎ দিয়েই রাতের প্রয়োজন মেটানো যাবে।

মাস্কের মতে, বর্তমানে জীবাশ্ম জ্বালানীর উচ্চহারে ব্যবহারের ফলে যোগান ক্রমশ ফুরিয়ে আসছে। আর সৌরশক্তিকে জীবাশ্ম জ্বালানীর অন্যতম বিকল্প হিসেবে কাজে লাগানো গেলে আগামী ১৫ বছরে মধ্যে চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। তখন প্রতিটি বাড়িতে সোলার রুফ হবে একেবারে সাধারণ চিত্র।

তবে মাস্ক কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই সোলার রুফ দিয়ে তৈরি বাড়ির ধারণাকে সীমাবদ্ধ রাখেননি। অস্ট্রেলিয়ার একটি উপশহরও এই পরিকল্পনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। জানা গেছে, সেখানে প্রতিটি বাড়িতে টেসলার সোলার রুফ বসানো হবে। একারণেই অনেকে শহরটিকে ‘টেলসা টাউন’ বলে ডাকতে শুরু করেছেন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.