যানজটে জীবন ওষ্ঠাগত। বাংলাদেশের রাজধানী ঢাকার যানজট কমাতে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে বিভিন্ন পয়েন্টে ও রুটে। তবুও যানজট জীবন থেকে কমছেই না। সদ্য উদ্বোধন হওয়া মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে তো উপরে নিচে উভয় স্থানেই পোহাতে হয় যানজট বিড়ম্বনা।

flying taxi

যানজটের এই শহরে একটু দ্রুত গন্তব্যে যেতে অনেকেই পাবলিক বাসে না চড়ে ভাড়া করেন ট্যাক্সি। কিন্তু সেই ট্যাক্সিকেও থামতে হয় সিগনালে। ঢাকা শহরের মত বিশ্বর অনেক দেশেই রয়েছে এমন সমস্যা। তাদের জন্য সুখবর নিয়ে আসছে ফ্লাইং ট্যাক্সি!

সুখবরটি হল- আগামী দিনে আকাশপথে চলবে ট্যাক্সি। যা হবে আম জনতার যাতায়াতের অন্যতম মাধ্যম। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মার্কিন সংস্থা উবার।

নাসার সঙ্গে হাত মিলিয়ে আগামী ২০২০ সালের মধ্যেই ফ্লাইং ট্যাক্সি চলবে আকাশে। আর ২০২২ সালের মধ্যেই বাণিজ্যিকভাবে চালানো হবে এ ট্যাক্সি। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পুরোপুরি আকাশের দখল নেবে ফ্লাইং ট্যাক্সি।

জানা গেছে, হেলিকপ্টারের মতোই দেখতে হবে ফ্লাইং ট্যাক্সিগুলি। উচু ভবনের ছাদ থেকে এই সব ফ্লাইং ট্যাক্সি ওঠা-নামা করবে। মোবাইল অ্যাপস এর মাধ্যমে উবার কিংবা পাঠাও এর মত করে একই নিয়মে বুক করা যাবে এ ফ্লাইং ট্যাক্সি। আরও অবাক করে দেওয়া তথ্য হল, আর পাঁচটা ট্যাক্সির মতোই ভাড়া হবে এই ফ্লাইং ট্যাক্সির!

ফ্লাইং ট্যাক্সির 'উবের-এয়ার' নামের এই প্রকল্প বুধবার উদ্বোধন করে উবার। সংস্থার তরফে জানানো হয়েছে, উবার এই প্রোজেক্টে নাসার আনম্যানড ট্রাফিক ম্যানেজমেন্ট (ইউটিএম) সহয়তা নেবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.