গতকাল পাকিস্তানের লাহোরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ গেছে প্রায় একশ মানুষের। এই পরিস্থিতি সেখানকার বাসিন্দারা নিরাপাদ আছেন কিনা, তা জানাতে ফেসবুক চালু করে সেফটি চেক ফিচার। কিন্তু ফেসবুক ভুলে ওই নোটিফিকেশন পাঠিয়ে দেয় বাংলাদেশেও। এমন কি আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশেও যায় লাহোরের সেফটি চেক। এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক।

facebook apologizes for wrong notification of safty check

গতকাল সন্ধ্যার পরপর ঢাকার অনেক ফেসবুক ব্যবহারকারী ওই নোটিফিকেশন পায়। লাহোরের যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই পার্কটার নামের সঙ্গে ‘গুলশান’ শব্দটা আছে। ফলে ঢাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন গুলশানে কোনো দুর্ঘটনা ঘটেছে ভেবে।

এ নিয়ে সারা সন্ধ্যা উৎকণ্ঠায় ছিলেন আরো বহু দেশের মানুষ। ফেসবুকের ফিডব্যাক অপশন থেকে অনেকে বিষয়টি জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এরপরই ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করে প্রতিষ্ঠানটি।

‘আপনি ঠিক আছেন তো?’ এমন প্রশ্ন দিয়ে শুরু হওয়া ফেসবুকের নোটিফিকেশনটিতে বলা ছিলো, ‘গুলশান-ই-ইকবাল পার্ক, লাহোর, পাকিস্তানে বোমা হামলা হয়েছে। আমাদের মনে হচ্ছে আপনি আক্রান্ত জায়গায় আছেন। আপনার বন্ধুদের জানিয়ে দিন যে আপনি ঠিক আছেন।’ যারা ফোন নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, তাদের মোবাইলের মেসেজ অপশনেও গেছে একই রকম বার্তা।

দুর্যোগে পড়া এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি বন্ধুদের জানানোর জন্য ২০১৪ সালে সেফটি চেক ফিচারটি চালু করে ফেসবুক। গত বছর ভারতের চেন্নাইয়ের বন্যায়, নেপালের ভূমিকম্পে এবং আরো কিছু ঘটনায় ফিচারটি স্বক্রিয় করে বিশ্বের সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুক জানায়, সেফটি চেক ফিচারটির একটি কারিগরি ত্রুটির জন্যই এ রকম হয়ে গেছে। একই সঙ্গে দ্রুততর সময়র মধ্যে সমস্যাটি ঠিক করার আশ্বাস দিয়েছে ফেসবুক।

 

আপনি আরো পড়তে পারেন

ইয়াহু অধিগ্রহণের দৌড়ে মাইক্রোসফট

ভিয়েতনামে রিসার্চ সেন্টার খুলছে স্যামসাং

জাতীয় পরিচয়পত্র না থাকলেও সিম নিবন্ধন করা যাবে

জিমেইলে আসছে কঠিন নিরাপত্তা ব্যবস্থা

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.