সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে দেশের ৬৪টি জেলায় ই-শপ চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এই ই-শপগুলোর সাথে পোস্ট অফিসকে সংযুক্ত করার একটি সুপারিশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ধারণা করা হচ্ছে, এই সুপারিশ আমলে নিয়ে ই-শপ এবং পোস্ট অফিসকে যুক্ত করা হবে।

post office and e shop

সম্প্রতি সংসদ ভবনে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক সভায় এই সুপারিশ উত্থাপন করা হয়। উক্ত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শওকত হাচানুর রহমান, শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে ডাক বিভাগের ব্যান্ড রোল সহজলভ্য এবং নিকটস্থ পোস্ট অফিসে যাতে ব্যান্ড রোল পাওয়া যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া ডাক বিভাগের সার্ভিসের মান উন্নত করার পাশাপাশি এ বিভাগে কর্মরত সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলেও বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের কাছে কাছে জানানো হয়েছে।

বৈঠকে বক্তারা বলেন, ডাক বিভাগের সঙ্গে চালু হওয়া ইশপগুলোর যদি সংযুক্তি ঘটানো যায় তাহলে উভয় বিভাগেই লাভবান হবে। আর এর ফল ভোগ করতে পারবেন জনসাধারণ।

বৈঠকের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সকল প্রকল্পের অগ্রগতি এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সমাপ্ত করা যাবে কিনা সে বিষয়ে একটি প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান কমিটি।

আপনি আরো পড়তে পারেন 

বন্ধ হয়ে যাচ্ছে সিটিসেল

এক মাসে মোবাইলফোন গ্রাহক বেড়েছে ৭ লাখ

আপনার আইডি দিয়ে নিবন্ধিত সিম নম্বরগুলো যেভাবে জানবেন

অনিশ্চয়তায় এয়ারটেল-রবি একীভূত হওয়ার প্রকল্প

দেশব্যাপী সম্প্রসারিত হচ্ছে টেলিটক থ্রিজি

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.