কর্মীদের সুযোগ সুবিধা ও উন্নত কর্ম পরিবেশ দেয়া প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে রয়েছে গুগল। বিশ্বের অনেক দেশেই রয়েছে গুগলের আঞ্চলিক অফিস। প্রতিটি অফিসেই সৃজনশীলতার ছোঁয়া লক্ষণীয়। 

google offeice1

যুক্তরাষ্ট্রের মাউন্টেইন ভিউতে অবস্থিত প্রধান অফিসটির অন্দরমহল দেখলেই চোখ কপালে উঠবে আপনার। এই সৌন্দর্যের পিছনে যথেষ্ঠ কারণও রয়েছে। গুগল মনে করে সৃজনশীলতা ও উৎপাদনশীলতার জন্য এ ধরনের পরিবেশ কর্মীদের প্রয়োজন। সম্প্রতি বিজনেস ইনসাইডার বিশ্বের নানা দেশে অবস্থিত গুগল অফিসের অন্দরমহলের ছবি প্রকাশ করেছে। যা তুলে ধরা হলো পাঠকদের জন্য।

জুরিখে অবস্থিত গুগলের অফিসের ভিতরের পরিবেশ দেখলে যে কেউ আকাশ থেকে পড়বেন। অফিসকর্মীদের জন্য ভিতরেই রয়েছে ইনডোর বাস্কেটবল কোর্ট। রয়েছে গুহা সদৃশ্য মিটিং রুম। এছাড়াও নান্দিকতা তো রয়েছেই।

google offeice jurikh

আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত গুগলের আরেকটি অফিস। এটি একেবারে অন্য রকম একটি নকশায় তৈরি। এর ভিতরে যেমন খাওয়ার জন্য রয়েছে আকর্ষণীয় রেস্তোরাঁ। ক্লাইম্বারদের উৎসাহিত করার জন্য রয়েছে রক ক্লাইম্বিং ওয়াল।

google offeice

গুগলের প্যারিসের অফিসে রাখা আছে ঐতিহ্যবাহী সিট্রোন গাড়ি। যে গাড়িটে দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। গুগলের আরেকটি শাখা অফিস রয়েছে রাশিয়ার মস্কোতে। এই অফিসে কাঠের ডিজাইনকৃত কক্ষ রয়েছে। অফিসের ভিতরে রয়েছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা। কর্মীরা যখন খুশি নিজের ইচ্ছেমত খেলতে এবং ঘোরাঘুরি করে নিতে পারেন। 

google offeice 3

দেখতে কাস্টম পুল টেবিল ও ভিনটেজ আর্কেড গেমসএর মতো গুগলের ভেনিস বিচে অবস্থিত অফিসটি। এর প্রবেশ পথটি বিশালাকার বায়নোকুলারের মতো দেখতে। এছাড়াও টরন্টোতে গুগলের যে অফিসটি রয়েছে তার ছাদে রয়েছে গলফ খেলার সুপরিসর জায়গা। যেখানে কর্মীরা সময় হলেই গলফ খেলতে নেমে পড়েন।

google offeice4

বিশ্বের শীর্ষ এ সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটির মাউন্টেইন ভিউ ক্যাম্পাসে রয়েছে স্যান্ড ভলিবল কোর্ট এবং কর্মীদের ঘুমানোর সুবিধার জন্য ন্যাপ পট। কাজের মাঝে চোঁখ লেগে এলে খানিকটা সময় ঘুমিয়ে নিতে পারেন এতে। রয়েছে সু্ইমিং পুলও।

google offeice5

গুগলের আরেকটি নান্দনিক অফিস রয়েছে অন্টারিওতে। এখানে রয়েছে রক ক্লাইম্বিং ওয়াল। ফায়ারপ্লেসের সঙ্গে অভিনব ডিজাইনের বুকশেলফ ও পেছনে লুকানো একটি কক্ষ রয়েছে এতে।

আপনি আরো পড়তে পারেন

সত্যি হতে চলছে ‘ফ্লাইং কারের’ স্বপ্ন

নিরাপত্তাহীনতায় ইয়াহু ব্যবহারকারীরা

আইডিবি ভবনে অ্যাপলের অনুমোদিত বিক্রেতা

গুগলের চ্যাট অ্যাপ অ্যালো ব্যবহার না করার পরামর্শ

চিকিৎসা খাতে ৩০০ কোটি ডলার দেয়ার ঘোষণা জাকারবার্গের

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.