দেখতে দেখতে চলে এলো রাশিয়া বিশ্বকাপ। দিনের হিসেবে আর মাত্র ১৯ দিন। তারপরই শুরু হয়ে যাবে ‘দ্যা গ্রেটেস্ট শো অব আর্থ’। ৩২ দলের হয়ে প্রায় ছয়শ’ ফুটবলার খেলবেন রাশিয়া বিশ্বকাপে। সবাই চাইবেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আলাদা করে আলো ছড়াতে। কিন্তু সবার চাওয়া তো আর পূরণ হবে না। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে যাদের উজ্জলতা ছড়ানোর সম্ভবনা দেখা যাচ্ছে তাদের নিয়েই এই আয়োজন।

russia world cup 2018 star

লিওনেল মেসি (আর্জেন্টিনা): রাশিয়া বিশ্বকাপকে বলা হচ্ছে লিওনেল মেসির জন্য আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জয়ের শেষ সুযোগ। শেষ সুযোগটা এবার কাজেও লাগাতে পারেন মেসি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন বার্সেলোনা তারকা। বার্সার হয়ে চলতি মৌসুমে ৫৪ ম্যাচ খেলে গোল করেছেন ৪৫টি। শারীরিকভাবেও ভালো অবস্থানে আছেন মেসির। বিশ্রামের কথা চিন্তা করে বার্সেলোনার শেষ কয়েকটা ম্যাচ খেলেননি তিনি।

তাছাড়া আর্জেন্টিনার হয়ে ৮১ ম্যাচ খেলা মেসি এবার অভিজ্ঞতাটাও কাজে লাগাতে পারবেন। গত চার বছরে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার ফাইনাল খেলেছে মেসির দল। তারপরও শিরোপা জিততে পারেনি। তবে শিরোপা জিততে না পারলেও তিন ফাইনাল খেলার একটা অভিজ্ঞতা পেয়েছে মেসির দল, যেটা কাজে লাগতে পারে রাশিয়ায়। সব মিলিয়ে রাশিয়া যাত্রাটা স্মরণীয় হতেই পারে মেসির জন্য।

leonel messi argentina 02 2017

নেইমার (ব্রাজিল): ইনজুরির কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে নেইমার। তবে ইনজুরিতে পরার আগে ছিলেন স্বপ্নের ফর্মে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। দল পরিবর্তন হলেও দুর্দান্ত ফর্মটা অপরিবর্তিতই ছিল। পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩০ ম্যাচে করেছেন ২৮ গোল। সবচেয়ে বড় বিষয় বিশ্বকাপে দুর্দান্ত একটা দল পাচ্ছেন নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ দলটাতে সব জায়গায় তারকা ফুটবলার।

গোলরক্ষক, রক্ষণভাগ, মাঝমাঠ, আক্রমণভাগ সব জয়গাতেই নির্ভরযোগ্য ফুটবলার। ব্যালেন্স টিম বলতে যা বোঝায় তার ষোলো আনা ব্রাজিলের বিশ্বকাপ দলে। ব্রাজিলকে বেশিরভাগ মানুষই রাশিয়া বিশ্বকাপের ফেভারিট বলছেন। এমন একটা দলের নেতা হিসেবে থাকছেন নেইমার। বিশ্বকাপে তাই আলাদাভাবে নজর কাড়ার বড় সুযাগ নেইমারের সামনে।

neymar brazil against argentina

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল): রোনলদো অবশ্যই বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলারের মধ্যে একজন। কিন্তু তারপরও তাকে তিনে রাখার কারণ দলীয় বিবেচনায়। পর্তুগাল দল অনকদিন যাবতই রোনালদো নির্ভর। এক রোনালদো ছাড়া অন্য কারো ওপরই যেন ভালোভাবে ভরসা করা যায় না। এমন দল নিয়ে বড় টুর্নামেন্টে ভালো করা মোটেও সহজ নয়। গত ইউরোতে অবশ্য শিরোপা জিতেছে রোনালদোর দল।

তবে সব সময় তো আর ‘দুর্ঘটনা’ ঘটবে না! দল ভালো না হলে বা বলের যোগান ঠিকভাবে না দিলে যতো ভালো ফুটবলারই হোক না কেন বড় আসরে নিজের সেরাটা দিতে পারবে না। তবে উপযুক্ত সহযোগিতা না পেলেও রোনালদোর মতো ফুটবলার একাই অনেসময় অনেক কিছুই করতে পারেন। রোনালদো সেটা দেখিয়েছেনও অতীতে।

double goals of ronaldo portugal went to last 16 of euro cup

মোহাম্মদ সালাহ (মিশর): চলতি মৌসুমে লিভারপুলের হয়ে অবিশ্বাস্য ফুটবল খেলেছেন মোহাম্মদ সালাহ। রোমা থেকে লিভারপুলে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে এবার ৩৬ ম্যাচে ৩২ গোল করেছেন সালাহ। সব মিলিয়ে ৫১ ম্যাচে করেছেন ৪৪ গোল। তবে নিজে অবিশ্বাস্য ফর্মে থাকলেও দল ভালো পাচ্ছেন না সালাহ। ১৯৩৪ সালের বিশ্বকাপে ১৩তম দল হয়েছিল মিশর। সেটাই বিশ্বকাপে মিশরের সেরা সাফল্য। ১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে সালাহর দল। নিঃস্বন্দেহে সালাহর দিকেই তাকিয়ে থাকবে পুরো মিশর। সালাহ দলকে অনেকদূর হয়তো নিতে পারবেন না। তবে ব্যক্তিগতভাবে ঠিকই আলো ছড়ানোর সামর্থ্য আছে তার।

ইস্কো (স্পেন): নিঃসন্দেহে স্পেনের সেরা ফুটবলার হিসেবে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইস্কো। জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদে নিয়মিত সুযোগ পাননি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। তবে যখনই পেয়েছেন তখনই নিজের ধার দেখিয়েছেন। স্পেনকেও এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলা হচ্ছে। তার বড় কারণ মাঝমাঠে ইস্কোর মতো ফুটবলার আছেন। মাঝমাঠ বা আক্রমণভাগ দুই জায়গাতেই দুর্দান্ত খেলছেন ২৬ বছর বয়সী তারকা। বল পায়ে ইস্কোর গতিটা দুর্দান্ত। এটা প্রতিপক্ষকে বেশ ভোগাতে পারে। সব মিলিয়ে ইস্কো আলাদা করে আলো ছড়াতেই পারেন বিশ্বকাপে। ইস্কো দারুণ একটা দলও পাচ্ছেন।

এই কজন ছাড়াও ব্রাজিলের ফিলিপে কুতিনহো, গ্যাব্রিয়েল জেসুস, ফ্রান্সের অ্যান্থনি গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, বেলজিয়ামের কেভিন ডি’ব্রুয়েন, এডেন হ্যাজার্ড, উরুগুয়ের লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি, ইংল্যান্ডের হ্যারি কেন, জার্মানির টনি ক্রুসদের সামর্থ্য আছে আলাদাভাবে নজর কাড়ার। সম্ভাবনা সত্যি করতে পারছেন কারা তার জন্য বেশি অপেক্ষা করতে হচ্ছে না। ২১ দিন পর থেকেই তো বিশ্বকাপ।

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.