আপনি পড়ছেন

যতোদূর তাকাবেন, রঙের মেলা। গ্রামের প্রতিটি বাড়ি, পথের ধার ছেয়ে আছে রঙে রঙে। এক একটি বাড়িতে অন্তত তিনটে রঙ আছে। এই রঙিন গ্রামের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

rainbow village

ইন্দোনেশিয়ায় কামপুং পেলাঙ্গি নামক গ্রামটি এখন সবার নজরে নজরে। স্ল্যামেত উইদোদো নামের চুয়ান্ন বছর বয়সী এক ইন্দোনেশিয়ান ব্যক্তির এই গ্রামটির রূপ বদলে গেছে। তিনিই পর্যটকদের জন্য গ্রামটি আকর্ষণীয় করে তুলেছেন।

সম্প্রতি রেইনবো ভিলেজ বা রামধনু নামে নতুন করে পরিচিতি পেয়েছে এই রঙিন গ্রাম। গ্রামের বাড়িগুলোর দেয়ালে, ছাদে, রেলিংয়ে হরেক রঙের ঝলমল। এখানে রয়েছে মোট দুইশ বত্রিশটি বাড়ি আর প্রত্যেক বাড়িতেই লাল, নীল, বেগুনী, হলুদ, সবুজ রঙের সামারোহ।

জানা যায়, গ্রামটির নজর কাড়তে পর্যটকদের ভিড় লেগেই থাকছে। গ্রামের বাসিন্দাদের ব্যবসা-বাণিজ্যেও বেশ উন্নতি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রামের বেশ কিছু ছবি দেখা গেছে। ছবিতে পর্যটকরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রঙের দেশে আনন্দঘন মুহূর্ত বন্দি করছেন।