আপনি পড়ছেন

ধর্মভীরু মুসলমানদের কথা মাথায় রেখে তুরস্কে একশ’ ভাগ ‘হালাল’ প্রমোদতরী চালু করা হয়েছে। আসছে সেপ্টেম্বর থেকে প্রমোদতরীটি মিশরীয় মহাসাগরে গা ভাসাবে। পুরোপুরি ইসলামি রীতিনীতি মেনে প্রমোদতরীর সমস্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এটির কর্তৃপক্ষ।

তুরস্কের বার্তা সংস্থা আনাডুলো জানায়, প্রমোদতরীতে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। দুই পক্ষের জন্যই আলাদা খেলাধূলা, টার্কিশ বাথ এবং স্পা’র সুবিধা থাকবে।

এছাড়া এই তরীতে কোনো প্রকার মদ বা শুকরের মাংস এবং হারাম খাবার পরিবেশন করা হবে না। ইসলামি শরিয়ায় জুয়া খেলা হারাম বিধায় তরীতে জুয়া খেলার কোনো বোর্ডও থাকবে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে জাহাজের কোনো দেয়ালে কোনো পেইন্টিং বা চিত্রকর্ম থাকবে না।

থাকার হোটেলেও মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল এবং সৈকতে আলাদা বিচের ব্যবস্থা রাখা হবে।

ধর্মভীরু মুসলমান পর্যটকদের নিয়ে প্রমোদতরীটি রোডস এবং ক্রীট দ্বীপে যাবে। চারদিন ব্যাপী এই ভ্রমণায়োজনের নাম দেয়া হয়েছে ‘অন দ্য ট্রেইলি অব দ্য অটোম্যানস’।

আপনি আরও পড়তে পারেন

চীনে ২১৩টি ডায়নোসরের ডিমের জীবাশ্ম উদ্ধার

অ্যামাজনে বিক্রি হচ্ছে চা বিক্রেতার উপন্যাস!

আইনস্টাইন-হকিংকে ছাড়িয়ে গেলো যে কিশোরী