আপনি পড়ছেন

আগামী সাতদিনে বিশ্বের কোথায় কি ঘটতে যাচ্ছে তা হয়তো সঠিকভাবে কেউ বলতে পারবে না। তবে আগাম কিছু ধারণা থাকলে, কী ঘটবে তা অবশ্য অনুমান করা যেতেই পারে। আসুন, জেনে নিই আসছে সপ্তাহের চারটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ঘটনা..

kim jong un moon jae in

পিয়ংইয়ংয়ে মুখোমুখি দুই নেতা:
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন প্রতিপক্ষ উত্তর কোরিয়ান কিম জং-উনের সঙ্গে পিয়ংইয়ংয়ে মিলিত হবেন। এক দশকেরও অধিক সময় পর উত্তরের রাজধানীতে কোন দক্ষিণ কোরিয় নেতার এটাই প্রথম সফর।

তবে এটা হবে কোরিয় দুই নেতার তৃতীয় বৈঠক। কেননা, এ বছরের শুরুতে আরো দুটি বৈঠকে মিলিত হন তারা। সেখানে পারমাণবিক অস্ত্রের উত্তেজনা প্রশমিত করতে একমত হয়েছেন এই দুই নেতা। কিম তার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার প্রতিশ্রুতি দেয়ার পর থেকেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখনও কিছু স্পর্শকাতর বিষয় আছে। যেমন, মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞায় দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ এবং উত্তরের মানবাধিকার রেকর্ড এর মধ্যে উল্লেখযোগ্য।

এই দুটি বিষয়ে সমঝোতা হলেই দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক আরো উন্নত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

70th emmy awards

এমি পুরস্কার:
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে সোমবার রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭০তম বার্ষিক এমি পুরস্কার। যা আমেরিকান টেলিভিশনের সেরা উৎসব হিসেবে অভিহিত। উচ্চ পর্যায়ের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বেশ জমকালো, মনোমুগ্ধকর এবং কিছুটা মজাদার হিসেবে স্বীকৃত। তবে এমি কর্তৃপক্ষকে প্রায়ই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মোড় নিতে দেখা যায়।

এটা শুধু আমাদের কথা না। দুইবারের এমি মনোনীত এবং রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা বলেছিলেন। ২০১২ সালের সেই টুইটে ট্রাম্প বলেন, 'এমির পুরোটাই রাজনীতি, যে কারণে ... নবীনরা কখনোই (পুরস্কার) জিতেছে না।'

সেজন্য অবশ্য অনুষ্ঠানটির আয়োজক স্টিফেন কলবার্ট এবং অভিনেতা ডোনাল্ড গ্লোভারসহ বেশ কয়েকজন তারকা গত বছরের অনুষ্ঠানের সময় ট্রাম্পকে বিদ্রূপও করেন।

the flag of ukeu

ইইউ'র বৈঠক:
একটি বিশেষ বৈঠক মিলিত হতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৈঠকটি বৃহস্পতিবার অস্ট্রিয়ার সলজবার্গে অনুষ্ঠিত হবে। এটা এখানে গুরুত্ব পেয়েছে যে কারণে তাহলো- বৈঠকটিকে ব্রেক্সিট চুক্তির সুরক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে'র পক্ষে অন্যান্য ইইউ নেতাদের সঙ্গে দেনদরবার করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ, গত সপ্তাহে তার মুখপাত্র জানান, ২০১৯ সালের মার্চ পর্যন্ত যে সময়সীমা দেয়া আছে, তার আগে এই বৈঠকটি হবে একটি 'চুড়ান্ত অধ্যায়'।

ব্রেক্সিট সম্পর্কে আপনাকে যে বিষয়টি জানা দরকার তা হলো- বর্তমানে উভয় পক্ষই বলছে, অগ্রগতি হচ্ছে কিন্তু এটা কার্যকর হতে এখনো অনেক কিছুই বাকি আছে। এর অমীমাংসিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে, আইরিশ সীমানা, তথ্য সুরক্ষা এবং ইউরোপীয় কোর্টে বিচারপতির ভূমিকা।

maria puerto rico

মারিয়ার এক বছর:
হ্যারিকেন মারিয়ার আঘাতে পুয়ের্তো রিকোতে ভূমিধসের ঘটনার এক বছর পূর্ণ হবে বৃহস্পতিবার। ঘূর্ণিঝড়টির ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত দ্বীপটির মানুষ এখনও লড়াই করে যাচ্ছে।

পুয়ের্তো রিকোর গভর্নর একে 'দ্বীপটির আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে বর্ণনা করেছেন। কেননা, হারিকেনটির আঘাতে সেখানকার আনুমানিক ক্ষতির পরিমান এক হাজার কোটি মার্কিন ডলার এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন হাজারে।

একটি মার্কিন অন্তর্নিহিত অঞ্চল হিসেবে দ্বীপটিতে গত মাসে শুধুমাত্র বিদ্যুৎ পুন:স্থাপন সমাপ্ত হয়েছে। তাইতো মারিয়ার বর্ষপূর্তিতে দ্বীপটির প্রতি মার্কিন প্রতিক্রিয়াকে আরো তীক্ষ্ণ করবে বলেই আসা করা হচ্ছে।

উপরের চারটি ঘটনাই বিশ্বে বেশ আলোচিত। যা চলতি সপ্তাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়।

Get the latest world news from our trusted sources. Our coverage spans across continents and covers politics, business, science, technology, health, and entertainment. Stay informed with breaking news, insightful analysis, and in-depth reporting on the issues that shape our world.

360-degree view of the world's latest news with our comprehensive coverage. From local stories to global events, we bring you the news you need to stay informed and engaged in today's fast-paced world.

Never miss a beat with our up-to-the-minute coverage of the world's latest news. Our team of expert journalists and analysts provides in-depth reporting and insightful commentary on the issues that matter most.