বইমেলায় প্রকাশ হতে হচ্ছে সময়ের আলোচিত তরুণ কবি ও লেখক মোহাম্মদ ছদর উদ্দিনের নতুন কাব্যগ্রন্থ ‘নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে’। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটির মূল্য ১৪০ টাকা (২৫% ছাড়ে ১০৫ টাকা)। বইটি পাওয়া যাবে চন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে।

book chodor uddin11

প্রকাশক জানান, ২৫% ছাড়ে রকমারিতেও অর্ডার করে পাওয়া যাবে মোহাম্মদ ছদর উদ্দিনের নতুন কাব্যগ্রন্থ।

বইটি সম্পর্কে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্বনামধন্য প্রফেসর ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘ছদর উদ্দিনের কবিতায় প্রকাশ পেয়েছে প্রেম-অপ্রেম, ক্ষোভ, দুঃখ, স্মৃতি, বিরহ, ভুলে যাওয়ার প্রয়াস, ভুলে যাওয়ার অসম্ভবতা, আশাহত না হওয়ার তীব্র আত্মবিশ্বাস, নিসর্গের আগামীর তিতীক্ষার পৃথিবীতে টিকে থাকার যুদ্ধ।

তিনি বলেন, তার কবিতায় বিরহের দখল প্রবল। বিরহী কবিতাগুলোতে স্পষ্টতা পেয়েছে প্রেম, অভিমান, মায়া। আবার কিছু কবিতা উদ্দেশ্য করে লেখা। কাছের মানুষের বাস্তব জীবনের অনুধাবনের প্রেক্ষিতে লেখা হয়েছে। সহজেই অনুমেয় তার হৃদয়ে কবিতার দখল কত শক্তিশালী।

‘নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে’ ছদর উদ্দিনের তৃতীয় কাব্যগ্রন্থ। যা আগেরগুলো থেকে বেশ পরিমার্জিত এবং শব্দসমৃদ্ধ।
আমার বিশ্বাস, ‘নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে’ পাঠক প্রিয়তা পাবে’, যোগ করেন ডা. জহির উদ্দিন।

book chodor uddin1

মোহাম্মদ ছদর উদ্দিনের প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে-

১. অশ্রু নহরে জল (কাব্য)
২. স্বপ্ন সহচরী (কাব্য )
৩. ইচ্ছের হিমালয় (উপন্যাস)
৪. দ্রোহের মশাল (উপন্যাস) 
৫. নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে (কবিতা)