বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২০২০ সালে করোনা পজিটিভ হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হন এই অভিনেতা।

asaduzzaman nur artistআসাদুজ্জামান নূর, ফাইল ছবি

জাতীয় সংসদ সূত্রে জানা যায়, আজ সোমবার, ১৭ জানুয়ারি, থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে যোগদানের জন্য নিয়ম অনুযায়ী করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। গতকাল রোববার, ১৬ জানুয়ারি, প্রাপ্ত ফল কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ। অপরদিকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছও আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

coronaকরোনাভাইরাসের প্রতীকী ছবি

গোলাম কুদ্দুছ বলেন, করোনা আক্রান্ত হলেও আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা ভালো আছে, তেমন কোনো জটিলতা প্রকাশ পায়নি। মূলত, বাড়তি সতর্কতা হিসেবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাৎ চেক-আপের জন্য। ভয়ের কোনো কারণ নেই।