সাড়া জাগানো ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরন্টোতে মারা গেছেন খ্যাতিমান এই পরিচালক। তার মেয়ে আলিয়া রহমান বিন্দির বরাত দিয়ে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য জানিয়েছেন।

azizur rahman directorপরিচালক আজিজুর রহমান

তিনি বলেন, আলিয়া রহমান বিন্দি তাকে পরিচালক আজিজুর রহমানের মৃত্যুর খবরটি জানিয়েছেন। কানাডার টরন্টোতে সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে মারা গেছেন এই গুণী পরিচালক।

চলচ্চিত্র পরিচালক এহতেশামের সহকারী হিসেবে ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ সিনেমার মাধ্যমে প্রথম কাজ করেন আজিজুর রহমান। তার প্রথম নির্মিত চলচ্চিত্র হলো ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। যা মুক্তি পায় ১৯৬৭ সালে।

জানা যায়, সদ্য প্রয়াত এই শিল্পী মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ছুটির ঘণ্টা সিনেমা। এ ছাড়াও তার উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো— মাটির ঘর, অশিক্ষিত, সাম্পানওয়ালা, জনতা এক্সপ্রেস, গরমিল, সমাধান ও ডাক্তার বাড়ি।