বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। ‘বেদের মেয়ে জোছনা’ সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এই নায়ক। এবার তিনি অভিনয় করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রা. এর চরিত্রে। দুনিয়ার ইতিহাসে নবী ও রসুলদের পর সত্য ও ন্যায় বিচারের অন্যতম প্রতীক হলেন ওমর রা.।
এবার ওমর রা.-এর চরিত্রে ইলিয়াস কাঞ্চন
সেই মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের রূপেই দেখা যাবে নায়ক ইলিয়াস কাঞ্চনকে। অবশ্য এটি কোনো সিনেমার দৃশ্য নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যরকম শীর্ষক ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হবে বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনে।
অনুষ্ঠানটির নতুন পর্বেই খ্যাতিমান এই অভিনেতা হযরত ওমর রা.-এর চরিত্রে অভিনয় করেছেন। ইতোমধ্যে চরিত্রের সাজসজ্জায় ধারণকৃত একটি ছবিও শেয়ার করেছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। ছবিতে পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।
বৈশাখী টিভির বিনোদনমূলক এ ম্যাগাজিন অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন এইচ এম বরকতুল্লাহ। প্রতি মাসের শেষ শুক্রবার প্রচার হয়ে থাকে অন্যরকম অনুষ্ঠানটি। আজ ২৫ মার্চের পর্বেই ইসলামের দ্বিতীয় খলিফার চরিত্রে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে।