জমি নিয়ে বিরোধের জের ধরে ঝালকাঠিতে মন্দিরে হামলা চালানো হয়েছে। একটি জমি নিয়ে ঝালকাঠি শহরের কালি মন্দির ও স্থানীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বের ঘটনায় এ হামলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হামলায় 'কার্তিক' প্রতিমার মুণ্ডু ভেঙে যায়।
বুধবার রাত সাড়ে দশটার দিকে জেলা শহরে কালিবাড়ি মন্দিরে এ হামলা হয়। ঘটনায় ৫ পুলিশসহ অন্তত আরও ৬ জন আহত হয়েছে।
মন্দিরের পাশের দোকান মালিকদের সঙ্গে জায়গা নিয়ে একটি মামলা চলছে, এ কারণে তারা এই হামলা চালাতে পারে বলে মনে করছেন কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার।
ঘটনায় পুলিশের ভাষ্য, কার্তিক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ২০ জন লোক ইট নিক্ষেপ শুরু করে। পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করেও ইট ছুড়তে থাকে হামলাকারীরা। এক পর্যায়ে পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম।পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।