বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন পুনর্গঠনের একটি প্রস্তাবনা দিতে সংবাদ সম্মেলনে আসছেন। আজ ১৮ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানস্থ ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, কাজী রকিবউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ায় নতুন ইসি গঠনের বিষয়ে আলাদা প্রস্তাবনা দেবে বিএনপি।
এতে সার্চ কমিটি গঠন করে সব দলের মতামত নিয়ে ইসি গঠনের প্রস্তাব দেয়া হতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাতে দলের নেতাদের সাথে বৈঠকে সম্ভব্য নতুন নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবনার বিষয়টি চুড়ান্ত করা হয়। এটি আজ প্রকাশ করবেন দলটির প্রধান বেগম খালেদা জিয়া।