ভারতের ভিসা পাওয়া সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। দেশটির হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা জানান, এখন শুধু একজন নয়, যেকোনো কাজের জন্য স্বপরিবারে ভারতে যাওয়ার ভিসা পাওয়া যাবে কোন জটিলতা ছাড়াই।
মাদারীপুর সার্কিট হাউসে রবিবার সাংবাদিকদের জবাবে তিনি আরও বলেন, ‘এখন শুধু এক বছর নয়, পাঁচ বছর মেয়াদী ভিসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’
রামপাল প্রকল্প নিয়ে ভারতের হাই কমিশনার বলেন, রামপাল প্রজেক্ট ভারত-বাংলাদেশের একটি যৌথ উদ্দ্যোগ। এই প্রকল্প দুই দেশেরই আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। ইতোমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং এই সম্পর্ক ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে। এতে করে দুই দেশই লাভবান হচ্ছে।’
এই মতবিনিময় শেষে হর্ষ বর্ধণ শ্রিংলা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তিনি ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের স্বাক্ষর অনুমোদন করেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলার সাথে এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।