advertisement
আপনি দেখছেন

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু আর নেই। শনিবার রাত এগারোটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

shawkat hossain nilu

মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। গুরতর অসুস্থ হয়ে পড়ায় তিনদিন আগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল নীলুকে। তার ব্যক্তিগত সহকারী আল-আমিন জানান হাসপানালে নেওয়ার পর তার হার্ট অ্যাটাকও হয়, ‘পরে স্যারের হার্ট অ্যাটাক হয়। দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।’

গত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন জোট ছেড়ে নতুন রাজনৈতিক জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিস ফ্রন্ট-এনডিএফ গড়েছিলেন তিনি। এই জোটের আহ্বায়ক ছিলেন শওকত হোসেন নীলু।

সোমবার প্রথমে ইব্রাহীমপুরে নিজের বাসভবনের পাশে নীলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এনপিপির যুগ্ম মহাসচিব জিয়া জামান খান। এবং অস্ট্রেলিয়ায় অধ্যায়নরত মেয়ে দেশে ফিরে এলে সোমবার বনানী কবরস্থানে নীলুর দাফন হবে বলে জানা গেছে।