চিনি আমদানির ওপর মূসক বা ভ্যাট আরোপ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসাথে দেশে পরিশোধিত ও অপরিশোধিত চিনির ট্যারিফ মূল্যও বাড়ানো হচ্ছে।
চিনি আমদানির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হলে চিনির দাম কেজিতে সাড়ে পাঁচ থেকে সাত টাকা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার চিনিতে এই নিয়ে বাড়ানো হলো।
গত ২৬ আগস্ট চিনি আমদানির ওপর ২০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপ করে এনবিআর। পরিশোধিত চিনি টনপ্রতি ট্যারিফ মূল্য ছিলো ৪০০ ডলার এবং অপরিশোধিত চিনির প্রতি টনের মূল্য ৩২০ ডলার নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে চিনির শুল্ক ও ট্যারিফ মূল্যও বাড়ানো হয়।
তবে এবারের মূসক বা ভ্যাট আরোপ পুরোপুরি প্রধানমন্ত্রীর নির্দেশে হচ্ছে বলে জানা গেছে। গত ২৩ নভেম্বর শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রীর সাথে একটি বৈঠকে চিনির ওপর শুল্ক/ভ্যাট আরোপের প্রস্তাব করেন। ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রীও এই প্রস্তাবে সায় দিলে প্রধানমন্ত্রী এনবিআরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন।
আপনি আরও পড়তে পারেন
রাষ্ট্রপতি: বর্তমান বিশ্ব আরও জটিল হচ্ছে
ফেসবুকের সাথে সরকারের 'ফলপ্রসূ' বৈঠক
স্বর্ণের দাম আবারও কমলো