advertisement
আপনি দেখছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের পুনরায় নির্বাচনের দাবিতে অনশনরত তিন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে ‘ভুখা মিছিল’ করার সময় তাদের অবস্থা গুরুতর হলে শিক্ষার্থীরা তাদের মেডিকেলে নিয়ে যান।

vukha misil du

মেডিকেলে ভর্তিকৃত তিন শিক্ষার্থী হলেন, মিম আরাফাত মানব, আল মাহমুদ তাহা ও শুয়েব মাহমুদ অনন্ত। শরীরিকভাবে তারা খুবই দুর্বল হয়ে পড়েছেন। এছাড়াও তাদের ব্লাড প্রেসার খুবই কমে গেছে। বর্তমানে তাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. জামিল আহমেদ সাহেদ টোয়েন্টিফোর লাইভ নিউজপেপারকে বলেন, 'এখানে যারা ভর্তি হয়েছেন তাদের শারিরীক অবস্থা খুব খারাপ। খুবই দুর্বল হয়ে পড়েছেন। তাদের প্রেসার কম।'

অসুস্থদের স্যালাইন দেয়া হয়েছে জানিয়ে ডা. জামিল বলেন, 'অসুস্থদের মধ্যে দুজনকে খেতে বলা হয়েছে। একজনের অবস্থা তুলনামূলক ভালো। এছাড়াও সবাইকে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে।'