advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 12 মিনিট আগে

ভাষা আন্দোলন ও বাংলার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে লিখিত ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক সোমবার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

sheikh hasina inaugurated

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে তিনি এ সচিত্র বইটি উন্মোচন করেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেশন বইটি প্রকাশ করেছে। এতে জাতির পিতার ঐতিহাসিক অবদান সংক্রান্ত দলিলভুক্ত প্রমাণ, ছবি ও প্রবন্ধ রয়েছে। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফুর রহমান প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন।

জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও বইয়ের সম্পাদক নাজমুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রিপরিষদের বৈঠকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদের হামলায় হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়। হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জনের মৃত্যুতে মন্ত্রিপরিষদ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়। এছাড়া, লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করায় মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়।

আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) শেখ হাসিনাকে এ সম্মাননায় ভূষিত করে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক গ্রহণ করেন।

sheikh mujib 2020