advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 48 মিনিট আগে

এবার বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের তিন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। সেখানকার ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঢাকা-জয়দেবপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

gazipur garment workers

এ বিষয়ে গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের সড়ক থেকে সরাতে চেষ্টা চলছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গাজীপুরবাসী এবং আদালতগামী সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাছাড়া সপ্তাহের শেষ কর্ম দিবস হওয়ায় বাণিজ্যিক কর্মকাণ্ডও ব্যহত হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীতে ফের বাসচাপায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় গত দুদিন নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

sheikh mujib 2020