advertisement
আপনি দেখছেন

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকালে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, নির্বাচনে ১৩০টি কেন্দ্রের সবকটিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

mymensing city corporation

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ৮ এপ্রিল এবং যাচাই-বাছাই হবে ১০ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। গত বছরের এপ্রিলে ময়মনসিংহ পৌরসভাকে দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে সরকার।

প্রসঙ্গত, দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহ সিটি করপোরেশন। ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পূর্ণবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশন অনুমোদন দেওয়া হয়। ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩ টি সাধারণ ও ৯ সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। সিটি করপোরেশনটির মোট আয়তন ৯১ দশমিক ৩১ বর্গমিটার।