advertisement
আপনি দেখছেন

৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সূর্যোদয়ের পর জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধা্নমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান।

memorial to pm president

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া সেনা, নৌ ও বিমান এই তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় শহিদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে বাজানো হয় করুণ সুর। এসময় মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টাগণ, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে আরও একবার ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।