advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 01 মিনিট আগে

শনিবার সকালে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের প্রায় সবগুলো দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ধ্বংসস্তুপের মাঝেই কেউ কেউ খুঁজে খুঁজে খাচ্ছেন পোড়া ডিম।

gulsan fair egg

বছর ঘুরতে না ঘুরতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো গুলশানের এই ডিএনসিসি মার্কেটে। একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের অর্তনাদে পুরো গুলশান এলাকায় নিস্তব্ধতা নেমে আসে। ধ্বংসস্তুপের মধ্যেই অনেককে দেখা গেল নিজেদের স্বার্থ ও পেট পুরেতে ব্যস্ত!

ডিএনসিসির কাঁচাকাজার ঘুরে দেখা যায়, পোড়া মার্কেটের পরিস্থিতি দেখতে প্রচুর সংখ্যক উৎসুক জনতার ভিড়। এদের মাঝে একদল সুযোগ সন্ধানী মানুষও দেখা যায়, যারা ভালো কিছু পেলেই সেগুলো পকেটে ভরতে ব্যস্ত।

পোড়া মার্কেটে ডিমের দোকানগুলো যেখানে ছিলো সেখানে দেখা যায় ভিন্ন এক চিত্র। সুযোগ সন্ধানীদের ভিড় সেখানে একটু বেশিই ছিলো। বেশ কয়েকজনেকে ডিমের দোকান থেকে ডিম কুড়াতে দেখা যায়। কেউ আবার ডিম পকেটে ভড়ছেন। পোড়া ডিমগুলো থেতেও দেখা গেছে।

যথাযথ কতৃপক্ষের অনুমতি ছাড়া খাওয়ার বিষয়ে জানতে চাইলে এক ব্যক্তি বলেন, 'দোকানগুলো তো পুড়ে ছাই হয়ে গেছে। ওনাদের তো সব শেষ। ডিমগুলোও তো নষ্ট হয়েই গেছে, তাই খাচ্ছি।’

উল্লেখ্য, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ারসার্ভিসের ২০টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

sheikh mujib 2020