advertisement
আপনি দেখছেন

সুলতান মনসুরের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য গণফোরামের আরেক নেতা মোকাব্বির খানও সাংসদ হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিকালে সিলেটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

sultan monsur mokabbir

গণফোরাম নেতা মোকাব্বির খান বলেন, 'শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি, যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি তারা যদি চায় তাহলে আপনি শপথ গ্রহণ করবো। তাই জাতীয় সংসদে জনগণের কথা বলতে শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।'

মোকাব্বির বলেন, 'সংসদে হাজির হয়ে প্রথমেই অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাবো। পাশাপাশি বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর ব্যাপারেও তদন্ত কমিটি গঠনের দাবি রাখবো। জাতীয় সংসদ স্পিকার সময় দিলেই আমি শপথ গ্রহণ করবো। এতে কোন সন্দেহ নেই।'

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনসুর সাংসদ হিসেবে শপথ নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন। পরে গণফোরাম সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করে। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের সবরকম কমিটি থেকেও সুলতান মনসুরকে বাদ দেয়া হয়।