advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 32 মিনিট আগে

এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। না থাকলে বসবাস করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

atiqul meyor banani fr tower

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেয়র বলেন, সুইডেনে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ১০ জন মানুষ বাস করে। অথচ ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় প্রতি বর্গকিলোমিটারে ৫৯ হাজার মানুষ বাস করে। গুলশান-বনানীর মতো অন্যান্য অভিজাত এলাকায় প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ২৪ হাজার মানুষ।

আলহামদুলিল্লাহ, এই দেশের প্রতি, ঢাকার প্রতি আল্লাহ তায়ালার বিশেষ নজর আছে। ‍না থাকলে বসবাস করা সম্ভব হতো না, বলেন আতিকুল ইসলাম।

মেয়রের চোখে ঢাকার প্রতিটি নাগরিক সমান উল্লেখ করে তিনি বলেন, যিনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন তারও একটি ভোট আবার একজন দিনমজুর বা বস্তিবাসী তারও একটি ভোট আমি পেয়েছি। তাই ঢাকার প্রতিটি নাগরিক আমার কাছে সমান। সবার প্রতি আমার সমান নজর রয়েছে।

sheikh mujib 2020