advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 32 মিনিট আগে

তীব্র গরমের পর গতকাল রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

rain in dhaka

পূর্বাভাসে বলা হয়, ‘ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।’

রবিবার সন্ধ্যায় রাজধানীতে আঘাত হানা শিলা বৃষ্টি ও বৃষ্টিসহ প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ে তিনজনের মৃত্য হয়। মৌসুমের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি রাজধানীতে সোয়া ৬টায় আঘাত হানে এবং এটি কয়েক মিনিট স্থায়ী ছিল।

এছাড়া, রবিবারের ঝড়ের কবলে পড়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে যাওয়ার পৃথক ঘটনায় এক নারী ও তার ছেলেসহ চারজন নিহত হন।

sheikh mujib 2020