advertisement
আপনি দেখছেন

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ সবচেয়ে কম ভোট পড়েছে। চতুর্থ ধাপে এবার ১০৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে কক্সবাজার সদর, পটুয়াখালী সদর, ময়মনসিংহ সদর, বাগেরহাট সদর, মুন্সীগঞ্জ সদর ও ফেনী সদর -এই মোট ৬টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হয়।

thana

চতূর্থ ধাপের উপজেলা নির্বাচনে ফেনী সদর উপজেলায় ভোট পড়েছে মাত্র ১৩ দশমিক ৫০ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়া এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৪৮ হাজার ২৫৯ জন। যার মধ্যে মাত্র ৪৭ হাজার ১৮ জন ভোট দেয়ায় অংশ নেয়।

এরপরে রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা। এই উপজেলায় ৩০ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়ে। ৩৩ দশমিক ৩৭ শতাংশ ভোট গ্রহণ হওয়ায় তৃতীয়তে আছে কক্সবাজার সদর উপজেলা। 

যে চার উপজেলায় ইভিএমে ভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পটুয়াখালী সদর উপজেলায়। এই উপজেলায় ৩৭ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে।

ছয় উপজেলার মধ্যে বাগেরহাট ও ময়মনসিংহ উপজেলায় বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুই প্রার্থী জয়লাভ করেছেন।