advertisement
আপনি দেখছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ডাকসুতে চারজন কর্মরত আছে তা তিনি জানেন না। সেইসঙ্গে আরও নয়জন লোক নিয়োগের আবেদন করা হয়েছে, তাও তার জানা নেই।

nurul haque nur dhaka university

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে নুর লিখেছেন, ‘ডাকসুতে বিভিন্ন পদে ৪ জন লোক কর্মরত রয়েছে। আমার জিএস, এজিএস সাহেব আরও ৯ জনের চাহিদাপত্র দিয়েছে। অথচ জানলাম না আমি!

অবশ্য এইসব বিষয়ে বাম হাত/ডান হাত থাকে তো, চুপেচাপে করাই ভালো! কারণ অনিয়ম হলে বাধাটা এই ভিপিই দিবে।

সুতরাং হামলা-টামলা, নাটক-ফাটক, ফন্দি-ফিকির করে ভিপিকে সরানো জরুরি হয়ে পড়বে!’

উল্লেখ্য, ডাকসুতে বিভিন্ন পদে নয়জন লোক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বরাবর একটি আবেদন করা হয়েছে। আবদনে গত ৩১ মার্চের স্বাক্ষর রয়েছে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেনের।

nur facebook status related duksuনুরের স্ট্যাটাস

উল্লেখ্য, দীর্ঘ প্রায় তিন দশক পর গত ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৩ মার্চ নবনির্বাচিত কমিটির প্রথম বৈঠকের মাধ্যমে আবার সচল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।