advertisement
আপনি দেখছেন

নিজের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি একটি ট্রাস্টকে দান করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রোববার বিকেল চারটার দিকে বারিধারার বাসভবনে পাঁচ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠন করে লিখিতভাবে বোর্ডকে সম্পত্তি দান করে দেন তিনি।

ershad new pic

জাপা'র সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতি জানান, ছেলে এরিকের জন্যই এই বোর্ড গঠন করলেন। তিনি মারা যাওয়ার পর যেন এরিককে কারো দ্বারস্থ হতে না হয়, সে জন্য এই ব্যবস্থা করলেন।

স্যারের শারীরিক অবস্থাও ভালো না, কখন কী হয় তা বলা যায় না উল্লেখ করে তিনি বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই তিনি ট্রাস্ট করে সম্পত্তি ট্রাস্টকে দিলেন।

পাঁচ সদস্য বিশিষ্ট এই ট্রাস্টি বোর্ডের মেম্বাররা হলেন, হুসেইন মুহম্মদ এরশাদ, তার ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার, চাচাতো ভাই রংপুরের মুকুল ও এরশাদের পারসোনাল স্টাফ মোহাম্মদ জাহাঙ্গীর।