advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 12 মিনিট আগে

ফরিদপুরের মধুখালীতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামে এলাকাবাসী ওই বাঘটি আটক করে।

small tiger

মধুখালী দমকল বাহিনীর সহায়তায় স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বাঘটি হস্তান্তর করা হয়। বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার বলেন, স্থানীয়রা একটি বাঁশঝাড়ের আড়ালে মেছো বাঘটি দেখতে পেয়ে ধাওয়া দিলে বাঘটি গাছে উঠে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়।

ইউএনও মো. মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে উপজেলা বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করেন। বাঘটি ফরিদপুর বনবিভাগে হস্তান্তর করা হবে।

sheikh mujib 2020